নয়াদিল্লি : চলতি আইএসএলে বিতর্কের কেন্দ্রে রেফারিরা। সব ক্লাবের কম বেশি ক্ষোভের মুখে পড়েছেন রেফারিরা। শনিবার সকালে খারাপ রেফারিং নিয়ে, এসসি ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার করতে হয়েছে ফেডারেশনকে। তুলে নেওয়া হয়েছে ড্যানি ফক্সের লাল কার্ড। এফসি গোয়ার বিরুদ্ধে লাল হলুদের ম্যাচে ফক্সকে লাল কার্ড দেখানো হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের কাছে আবেদন জানায় এসসি ইস্টবেঙ্গল। গতকালই বিষয়টিকে শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠিয়ে দিয়েছিল এআইএফএফ। আজ সকালে টেলি কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে শৃঙ্খলারক্ষা কমিটি রেফারির বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন : ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার, লাল কার্ড উঠল ফক্সের
শুধু ইস্টবেঙ্গল নয়, প্রায় সব ক্লাবের কিছু না কিছু অভিযোগ জমা পড়েছে ফেডারেশনের কাছে। সব দিক খতিয়ে দেখে ভারতীয় ফুটবল ফেডারেশনের মনে হয়েছে, রেফিরিং নিয়ে এবার কড়া হতেই হবে তাঁদের। আইএসএলের প্রথম ৫০টি ম্যাচের রেফারিং করেছেন ১৩ জন ম্যাচ অফিসিয়াল। তাদের মধ্যে একজন একটি ম্যাচ খেলিয়েই চোট পান। তাঁকে বাবলের বাইরে রাখা হয়েছে। ফেডারেশন সূত্রে খবর, কোপ পড়তে চলেছে আরও দুই রেফারির ওপর। ফেডারেশন সচিব কুশল দাস জানিয়েছেন, একের পর এক খারাপ সিদ্ধান্ত নিলে সেই রেফারিকে কিছুদিনের জন্য ফ্রিজ করে দেওয়া হবে।
খারাপ রেফারিং নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার পাশাপাশি, রেফারিদের প্রতিও কিছুটা সহিষ্ণু হতে বলছেন ফেডারেশন সচিব। কুশল বলেছেন, ‘খারাপ রেফারিং একটা বড় বিষয়। আমরা গুরুত্ব দিয়ে সেটা দেখছি। রেফারিরাও বাবলের মধ্যে আছেন। একের পর এক ম্যাচ খেলাতে হচ্ছে তাঁদের। ওঁরা ওঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।’
আরও পড়ুন : প্রিমিয়ার লিগের ফুটবলারদের জন্য কড়া নির্দেশিকা
আইএসএলে VAR ব্যবহারের দাবি উঠেছে। আগামী বছর থেকে সেই ব্যবস্থা চালু করার কথা ভাবতেই হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। একই সঙ্গে রেফারিংয়ের মান উন্নয়নও বড় চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে।