প্রিমিয়ার লিগের ফুটবলারদের জন্য কড়া নির্দেশিকা

Jan 09, 2021 | 1:57 PM

লিগ কমিটি এক চিঠিতে ২০টি ক্লাবকে নতুন নির্দেশিকা দিয়েছে।

প্রিমিয়ার লিগের ফুটবলারদের জন্য কড়া নির্দেশিকা
ফাইল চিত্র

Follow Us

লন্ডন: করোনাবিধি (COVID 19 rules) না মানলে প্রিমিয়ার লিগের (Premier League) ফুটবলারদের জরিমানার মুখোমুখি হতে হবে। সারা ইংল্যান্ড জুড়ে করোনার প্রভাব ব্যাপক হারে বাড়ছে। সেই কারণে দেশ জুড়ে নানা সতর্কতা জারি করা হয়েছে। ফুটবলের ক্ষেত্রে অনেকখানি ছাড় দেওয়া হলেও নজরদারি রাখা হয়েছে। করোনার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ৪টি ম্যাচ স্থগিত হয়েছে। তলার ডিভিশনের প্রায় ৫০টি ম্যাচ বাতিলও করা হয়েছে। যার অর্থ হল, করোনা থাবা বসাতে শুরু করেছে ফুটবলে।

লিগ কমিটি এক চিঠিতে ২০টি ক্লাবকে নতুন নির্দেশিকা দিয়েছে। যাতে বলা হয়েছে, ফুটবলাররা ট্রেনিংয়ের সময় এবং ম্যাচের দিন একে অপরকে জড়িয়ে ধরে সেলিব্রেট করতে পারবেন না। দুই টিম একে অন্যের সঙ্গে জার্সিও অদলবদল করতে পারবেন না।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার, লাল কার্ড উঠল ফক্সের

সরকার যে করোনাবিধি লকডাউনের সময় বাধ্যতামূলক করেছিল, তা অনেকক্ষেত্রেই মানা হয়নি। বিশেষ করে ক্রিসমাসের সময় অনেক ফুটবলার করোনা বিধি মানেননি। সেই জন্য লিগ ক্লাবগুলিকে বলেছে, এই ঘটনার বিরুদ্ধে যেন তদন্ত করা হয়।

গত শুক্রবার অ্যাস্টন ভিলার ১০ ফুটবলার করোনা আক্রান্ত হয়। যার ফলে, টটেনহাম হটস্পার ও এভার্টনের বিরুদ্ধে অ্যাস্টন ভিলা মাঠে নামতে পারবে কিনা, সেই নিয়ে সংশয় শুরু হয়েছে।

আরও পড়ুন:  সিডনিতে চোটে বেসামাল রাহানের ভারত

ভিলার এক্সিকিউটিভ ক্রিশ্চিয়ান পুর্সলো এক বিবৃতিতে বলেছেন, “তরুণ প্রজন্মের অনেকেই করোনাবিধি যথেচ্ছ ভাবে পালন করছে না। পরিবারের অভিভাবক, ক্লাবের মাথা যাঁরা, তাঁদের এই কঠিন সময়ে বেশি দায়িত্ব নিতে হবে। যাতে এমন ঘটনা আর না ঘটে।”

আরও পড়ুন: বেঙ্গালুরু ম্যাচেও লাল-হলুদের ভরসা সেই ব্রাইট

Next Article