বেঙ্গালুরু ম্যাচেও লাল-হলুদের ভরসা সেই ব্রাইট

কার্ড সমস্যা কাটিয়ে আজ মাঠে ফিরছেন এরিক পাত্রালু। তবে কার্ড সমস্যার জন্য রাইট ব্যাকে হরমনজ্যোত সিং খাবরাকে পাবে না বেঙ্গালুরু এফসি।

বেঙ্গালুরু ম্যাচেও লাল-হলুদের ভরসা সেই ব্রাইট
ফের ব্রাইট ম্যাজিকের অপেক্ষা। ছবি-এসসি ইস্টবেঙ্গল।
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 1:35 PM

গোয়া: আজ ফাতোরদায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামছে এসসি ইস্টবেঙ্গল। তবে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে মাঠে নামার আগে স্বস্তির খবর লাল-হলুদে। মাঠের বাইরে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে বড় জয় লাল-হলুদের। এফসি গোয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখেন ড্যানি ফক্স। রেফারির সিদ্ধান্তকে খারিজ করে দেয় ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। ফলে আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামছেন এসসি ইস্টবেঙ্গলের স্কটিশ ডিফেন্ডার। রক্ষণে ফক্সের উপস্থিতি নিঃসন্দেহে শক্তি বাড়াল লাল-হলুদের।

ফক্স ফিরলেও ডাগ আউটে থাকবেন না কোচ রবি ফাউলার। এফসি গোয়ার বিরুদ্ধে কার্ড দেখায় বেঞ্চে বসতে পারবেন না ফাউলার। অন্যদিকে টানা ৩ ম্যাচ হেরে চাকরি গেছে কোচ কার্লোস কুয়াদ্রাতের। বেঙ্গালুরু এফসির বেঞ্চে বসবেন নৌসাদ মুসা। এফসি গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করা ব্রাইট এনোবাখারই লাল-হলুদের প্রধান ভরসা। ওড়িশা এফসির বিরুদ্ধে শেষ ১৫ মিনিট মাঠে ছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার। এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম থেকেই দলে ছিলেন। দু’টো ম্যাচেই ব্রাইটের পারফরম্যান্স ঊর্ধ্বমুখী। ফলে তাঁকে ঘিরে লাল-হলুদ সমর্থকদের প্রত্যাশা গগনচুম্বী। সুনীল ছেত্রীদের ঘুম কাড়তে প্রস্তুত ব্রাইট। ভারতীয় ফুটবলে হইচই ফেলে দেওয়া এই নাইজেরিয়ান স্ট্রাইকার শনিবাসরীয় সন্ধ্যায় ফের নিজের জাত চেনাতে তৈরি।

এসসি ইস্টবেঙ্গলকে ভাবাচ্ছে রক্ষণের দুর্বলতা। প্রতি ম্যাচেই গোল হজম করছে লাল-হলুদ। সুনীল ছেত্রী-এরিক পাত্রালুদের বিরুদ্ধে মাঠে নামার আগে এটাই দুশ্চিন্তার কারণ। ড্যানি ফক্স রক্ষণে ফেরায় কিছুটা স্বস্তি অবশ্য ফিরেছে। চোটের জন্য আজও অনিশ্চিত পিলকিংটন। ৭দিনের মধ্যে ৩টি ম্যাচ খেলতে হচ্ছে এসসি ইস্টবেঙ্গলকে। ফলে ক্লান্তিও একটা ফ্যাক্টর। তবে দিশেহারা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩ পয়েন্টের সুযোগকে হারাতে চান না ব্রাইট-স্টেইনম্যানরা।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার, লাল কার্ড উঠল ফক্সের

এরকম ছন্নছাড়া বেঙ্গালুরু এফসিকে আগে কখনও দেখা যায়নি। আইএসএলে টানা ৩ ম্যাচে হারের নজিরও নেই সুনীল ছেত্রীদের। লাল-হলুদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া বিএফসিও। কার্ড সমস্যা কাটিয়ে আজ মাঠে ফিরছেন এরিক পাত্রালু। তবে কার্ড সমস্যার জন্য রাইট ব্যাকে হরমনজ্যোত সিং খাবরাকে পাবে না বেঙ্গালুরু এফসি। ব্রাইটকে সামলানোর দায়িত্ব থাকছে হুয়ানানের কাঁধে।

আইএসএলের মঞ্চে ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু দ্বৈরথ প্রথমবার হলেও, এর আগে অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছে। দু’দলের লড়াই ঘিরে বরাবর পারদ চড়েছে। ব্রাইট না সুনীল! ফাতোরদায় কে শেষ হাসি হাসবে তা বলবে সময়।