ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার, লাল কার্ড উঠল ফক্সের

আজ বেঙ্গালুরু ম্যাচে মাঠে নামতে পারবেন ড্যানি ফক্স।

ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার, লাল কার্ড উঠল ফক্সের
শনিবার মাঠে নামবেন ফক্স।
Follow Us:
| Updated on: Jan 09, 2021 | 6:47 PM

গোয়া : এসসি ইস্টবেঙ্গলের চাপের কাছে নতিস্বীকার ফেডারেশনের। তুলে নেওয়া হল ড্যানি ফক্সের লাল কার্ড। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আজ মাঠে নামতে পারবেন ড্যানি ফক্স। তবে কোচ রবি ফাউলারের কার্ড বহাল রয়েছে।

আরও পড়ুন – ফুটপাতবাসীদের পাশে বেলেঘাটা মেরিনার্স

এফসি গোয়ার বিরুদ্ধে ফক্সকে লাল কার্ড দেখানো হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ফেডারেশনের কাছে আবেদন জানায় এসসি ইস্টবেঙ্গল। গতকালই বিষয়টিকে শৃঙ্খলারক্ষা কমিটির কোর্টে পাঠায় এআইএফএফ। আজ সকালে টেলি কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসে শৃঙ্খলারক্ষা কমিটি। ঊষানাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিটি রেফারির সিদ্ধান্তকে খারিজ করে দেয়। তুলে নেওয়া হয় ড্যানি ফক্সের লাল কার্ড।

আরও পড়ুন – কোলাসোর জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

রেফারিং নিয়ে প্রতি মরসুমেই সমস্ত টিমেরই কিছু না কিছু ক্ষোভ থাকে। যার প্রতিবাদে ফেডারেশনকে চিঠিও পাঠানো হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় রেফারির সিদ্ধান্তই বহাল থাকে। ফক্সের ক্ষেত্রে রেফারি রাওয়ানের সিদ্ধান্ত খারিজ করে দেওয়ার অর্থ হল, তিনি ভুলই করেছিলেন। তবে এই ঘটনাকে নজিরবিহীন বলা যাবে না। এর আগেও ভারতীয় ফুটবলে এমন ঘটনা ঘটেছে।