AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Messi-Ronaldo: বাইসাইকেল কিক এবং গোলের সুনামি, রোনাল্ডো-মেসিকে থামানো যাচ্ছে না!

Liones Messi-Christiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক আর লিওনেল মেসি--- আজও বিকল্প নেই। কিংবা বলা উচিত, এঁরা তামাম ফুটবল দুনিয়াকে বিকল্প খুঁজে নেওয়ার সুযোগই দিচ্ছেন না। আজও সেই ঝলক, ড্রিবলের ফুলঝুরি, তীক্ষ্ণ পাস, ডেড বলে পারদর্শীতা থেকে ব্যাকভলি--- এলএম টেন ও সিআর সেভেনের পায়ে-মাথায় লেগে রয়েছে বিস্ময়।

Messi-Ronaldo: বাইসাইকেল কিক এবং গোলের সুনামি, রোনাল্ডো-মেসিকে থামানো যাচ্ছে না!
বুড়ো হাড়ে ভেলকি, মেসি-রোনাল্ডোর ম্যাজিকImage Credit: PTI/x.com
| Edited By: | Updated on: Nov 24, 2025 | 2:02 PM
Share

কলকাতা: উইকিপেডিয়া জানাচ্ছে, একজনের বয়স ৪০। আর একজন ৩৮। ইন্টারনেট ঘাঁটলে পাওয়া যাচ্ছে, একজনের গোল সংখ্যা হাজারের কাছাকাছি। আর একজন ৯০০র গায়ে। করিয়েছেন ৪০০রও বেশি গোল। এমন অনেক অনেক তথ্য আপনাকে ঢেলে দিতে পারে দেশ, ক্লাবের নানা পরিসংখ্যান। ধুন্ধুমার লড়াইও থাকবে চর্চায়। কিন্তু সব কিছু ছাপিয়ে যাবে দুই তারকার আশ্চর্য ফর্ম। গোলের খিদে। জয়ের তাগিদ। নিজেকে মেলে ধরার অদম্য ইচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক আর লিওনেল মেসি— আজও বিকল্প নেই। কিংবা বলা উচিত, এঁরা তামাম ফুটবল দুনিয়াকে বিকল্প খুঁজে নেওয়ার সুযোগই দিচ্ছেন না। আজও সেই ঝলক, ড্রিবলের ফুলঝুরি, তীক্ষ্ণ পাস, ডেড বলে পারদর্শীতা থেকে ব্যাকভলি— এলএম টেন ও সিআর সেভেনের পায়ে-মাথায় লেগে রয়েছে বিস্ময়। দুই গোলার্ধের একই রাতে দুই তারকা এখনও সন্মোহিত রেখেছে জনতাকে। রোনাল্ডো দেখালেন অবিশ্বাস্য বাইসাইকেল কিক। আর মেসি গোল করে-করিয়ে মুগ্ধ করে দিলেন গ্যালারিকে।

অবসর কবে নেবেন দুই মহাতারকা, তা নিয়ে চর্চার শেষ নেই। যখনই এই আলোচনা মাথাচাড়া দেয় দু’জনেই এমন কিছু করে বসেন মাঠে, ভক্তরা হতবাক হয়ে যান। সৌদিতে হোক আর মার্কিন মুলুকে, দুই তারকা দুরন্ত পারফর্ম করলেন। সৌদি প্রো লিগে আল নাসের ৪-১ হারাল আল খালিজকে। এটা বিষয় নয়। আসল হল রোনাল্ডোর চমকে দেওয়া ব্যাকভলি। বয়স বাড়লে রিফ্লেক্স কমে, এই তত্ত্ব যেন নস্যাৎ করে দিচ্ছেন। রিয়াধের আল আওয়াল পার্কে ওঁৎ পেতে ছিলেন সিআর সেভেন। নওয়াফ বোশালের ক্রস যখন উড়ে আসছিল তাঁর দিকে, আল খালিজের ডিফেন্ডার ঘিরে ফেলছিলেন। তা সত্ত্বেও রোখা যায়নি রোনাল্ডোকে। ডানপায়ের পায়ের ব্যাকভলিতে অবিশ্বাস্য গোল করে যান রোনাল্ডো।

একদিকে যখন রোনাল্ডো চর্চা, তখন মেসির আবার নতুন ইতিহাস তৈরি। লিগের ম্যাচে ইন্টার মায়ামিও জিতল ৪-০। এফসি সিনসিনাটির হাল আল খালিজের থেকেও খারাপ। সৌজন্যে মেসি। চার গোলেই মেসির পা। একটা গোল করলেন নিজে। করালেন তিনটে। এই সাফল্য তাঁকে পৌঁছে গিল অবিশ্বাস্য রেকর্ডে। ২০০৪ সালে অভিষেক হয়েছিল এলএম টেনের। ২১ বছরের মধ্যে ১৩০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন। ৮৯৬ গোল নিজে করেছেন। করিয়েছেন ৪০৪ গোল। ফুটবল মাঠে এমন কার্যকরিতা আর কারও নেই। ফুটবল ইতিহাসে ছিল কিনা, তা নিয়েও চর্চা হতে পারে।

ব্যক্তিগত গোলের রেকর্ডে মেসির থেকে অনেক এগিয়ে রোনাল্ডো। কিন্তু গোল করা এবং করানোর রেকর্ডে অনেক পিছিয়ে। সিআর সেভেন ৯৫৪ গোল করেছেন। করিয়েছেন ২৫৯ গোল। মোট ১২৩১ গোলে রয়েছে তাঁর অবদান। অবশ্য যে ফর্মে রোনাল্ডো রয়েছে, বিশ্বকাপের আগেই হয়তো হাজার গোলের মাইলফলক তৈরি করে ফেললেন। ৪৬ গোল আর লাগবে তাঁর।