রবিবার ন্যু ক্যাম্পে (Camp Nou) বার্সেলোনার (Barcelona) প্রেসিডেন্ট নির্বাচনে (Election) ভোট দিলেন বার্সা সুপারস্টার লিওনেল মেসি (Messi)। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন লাপোর্তা, ভিক্টর ফন্ট এবং টনি ফ্রেইক্সা। মেসির সঙ্গে ক্লাবের প্রেসিডেন্টের মতবিরোধ হলে বার্সা ছেড়ে চলে যাবেন তিনি। নতুন প্রেসিডেন্টের কাছে তাই বড় চ্যালেঞ্জ হতে চলেছে এলএম টেনকে বার্সাতে রাখা।