রিও ডি জেনেইরোঃ যন্ত্রণা। তবুও দাঁতে দাঁত চেপে লড়াই। কারন এটা সমালোচকদের মুখে ওপর জবাব দেওয়ার সুবর্ণ সুযোগ। দেশের জার্সেসি গায়ে ই সুযোগের সামনে দৈহিক যন্ত্রণা? এতো মামুলি ব্যাপার।কলম্বিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে রক্তে ভিজে যাওয়া গোড়ালির ছবি দেখেছে গোটা দুনিয়া। সাদা মোজাটার গোড়ালির দিকের অংশ গাঢ় লাল তখন। আর সেই রক্তাক্ত পা নিয়েই ফ্রিকিক নিতে যাচ্ছেন মেসি। এই কোপা আমেরিকা লিওনেল মেসির কাছে কি ছিল, তা যেন এই মুহূর্তগুলিই জানিয়ে দেয়।
আর এবার মেসির চোট নিয়ে তথ্য ফাঁস করলেন আর্জেন্তিনার কোচ লিওনেল সেবাস্তিয়ান স্ক্যালোনি। শুধুমাত্র রক্তাক্ত গোড়ালিই নয়, কলম্বিয়া ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোটে কাবু হয়েছিলেন মেসি। তারপরেও দলের কথা ভেবে সেই চোটকে গুরুত্ব না দিয়ে নেমে পড়েছিলেন সেমিফাইনাল লড়াইয়ে। সেমিফাইনালে আবার গোড়ালিতে চোট। ফাইনালের আগে মাত্র কয়েকদিনের সময়। চোট সারিয়ে ওঠার জন্য যা পর্যাপ্ত ছিল না।
কোচ স্ক্যালোনি মেসিকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ফাইনালের জন্য প্রস্তুত? মেসি একবারেই বলে দিয়েছিলেন , হ্যাঁ। দেশের জন্য একবার ট্রফি জিততে চান। চোট বা হ্যামস্ট্রিংয়ে তীব্র যন্ত্রণা যে তাঁর কাছে তুচ্ছ। সেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই ব্রাজিলের বিরুদ্ধে ফাইনালে নামেন মেসি। চ্যাম্পিয়ন হওয়ার পর সাংবাদিক সম্মেলনে এসে এই খবর ফাঁস করেন খোদ আর্জেন্তেনীয় কোচ।
দেশের জার্সিতে মেসির নিবেদিত প্রাণ প্রসঙ্গ বলার পর, কোচ স্ক্যালোনির শেষ মন্তব্য,”আপনারা যদি জানেন, কিভাবে মেসি এই কোপা আমেরিকার ম্যাচগুলো খেলেছেন। তাহলে দায়িত্ব নিয়ে বলতে পারি,মেসির প্রতি আপনাদের ভালবাসা দ্বিগুণ বেড়ে যাবে।”