মেসি-রোনাল্ডো দ্বৈরথ

Dec 08, 2020 | 8:34 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। সেই অপেক্ষার অবসান হতে চলেছে আজ। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 'জি'-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছেন দুই তারকা ফুটবলার। লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

1 / 5
লিওনেল মেসি মোট ৮৮৬ ম্যাচে খেলে ৭১২টি গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট ১০২৯ ম্যাচে খেলে ৭৫০টি গোল করেছেন।

লিওনেল মেসি মোট ৮৮৬ ম্যাচে খেলে ৭১২টি গোল করেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মোট ১০২৯ ম্যাচে খেলে ৭৫০টি গোল করেছেন।

2 / 5
এলএম টেন প্রতি ১০১ মিনিট ২১ সেকেন্ডে গড়ে একটি করে গোল করেন। অন্যদিকে সি আর সেভেন একটি করে গোল করতে সময় নেন গড় প্রতি ১১১ মিনিট ২৩ সেকেন্ড।

এলএম টেন প্রতি ১০১ মিনিট ২১ সেকেন্ডে গড়ে একটি করে গোল করেন। অন্যদিকে সি আর সেভেন একটি করে গোল করতে সময় নেন গড় প্রতি ১১১ মিনিট ২৩ সেকেন্ড।

3 / 5
মেসি-রোনাল্ডো (Messi vs Ronaldo) এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছেন ৩৫টি ম্যাচে। তার মধ্যে মেসি জিতেছেন ১৬ বার, রোনাল্ডো জিতেছেন ১০ বার। মেসি হেরেছেন ১০ বার, রোনাল্ডো হেরেছেন ১৬ বার। ম্যাচ ড্র হয়েছে ৯ বার।

মেসি-রোনাল্ডো (Messi vs Ronaldo) এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছেন ৩৫টি ম্যাচে। তার মধ্যে মেসি জিতেছেন ১৬ বার, রোনাল্ডো জিতেছেন ১০ বার। মেসি হেরেছেন ১০ বার, রোনাল্ডো হেরেছেন ১৬ বার। ম্যাচ ড্র হয়েছে ৯ বার।

4 / 5
এলএম টেন ৭৭টি টুর্নামেন্টের মধ্যে ৩৫টিতে চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে সি আর সেভেন ৮০টি টুর্নামেন্টের মধ্যে ৩২টিতে চ্যাম্পিয়ন হয়েছেন।

এলএম টেন ৭৭টি টুর্নামেন্টের মধ্যে ৩৫টিতে চ্যাম্পিয়ন হয়েছেন। অপরদিকে সি আর সেভেন ৮০টি টুর্নামেন্টের মধ্যে ৩২টিতে চ্যাম্পিয়ন হয়েছেন।

5 / 5
 চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের সেরা খেলাটা দিয়েছেন দুই তারকা। একদিকে মেসি মোট ১৪৬ ম্যাচে খেলেছেন এবং ১১৮টি গোল করেছন। অপরদিকে রোনাল্ডো মোট ১৭৩ ম্যাচে খেলেছেন এবং ১৩২টি গোল করেছন। (ছবি-TV9 বাংলা ডিজিটাল ডেস্ক)

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নিজেদের সেরা খেলাটা দিয়েছেন দুই তারকা। একদিকে মেসি মোট ১৪৬ ম্যাচে খেলেছেন এবং ১১৮টি গোল করেছন। অপরদিকে রোনাল্ডো মোট ১৭৩ ম্যাচে খেলেছেন এবং ১৩২টি গোল করেছন। (ছবি-TV9 বাংলা ডিজিটাল ডেস্ক)

Next Photo Gallery