UEFA Champions League: কোন মুহূর্তটাকে জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলছেন সালাহ?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 27, 2022 | 9:30 AM

ভিয়া রিয়ালকে হারানোর পর সালাহ বলেছিলেন, ‘মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। চার বছর আগে ওদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, ওদেরকে হারিয়েই এ বার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।’

UEFA Champions League: কোন মুহূর্তটাকে জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা বলছেন সালাহ?
মোহামেদ সালাহ। ছবি: টুইটার

Follow Us

প্যারিস: অনেক আগেই চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ফাইনালে রিয়াল মাদ্রিদকে (Real Madrid) চেয়েছিলেন লিভারপুলের তারকা ফুটবলার মোহামেদ সালাহ (Mohamed Salah)। তার যথেষ্ট কারণও আছে। ৪ বছর আগের এক ঘটনার বদলা নেওয়ার জন্যই রিয়ালকে ফাইনালে চেয়েছিলেন সালাহ। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-৩ হারে লিভারপুল। সেই ম্যাচে সের্জিও ব়্যামোসের কড়া ট্যাকলে মাঠ ছেড়েছিলেন মোহামেদ সালাহ। চোখের জলে সালাহর মাঠ ছাড়ার সেই ছবি এখনও ভোলেনি লিভারপুল সমর্থকরা। চার বছরে লিভারপুলে সাফল্য এলেও, ওই দুঃসহ স্মৃতি কোনও দিন ভুলতে পারবেন না সমর্থকরা। এমনকি মোহামেদ সালাহ নিজেও ভুলতে পারেন না ওই ম্যাচের স্মৃতি।

 

ভিয়া রিয়ালকে হারানোর পর সালাহ বলেছিলেন, ‘মাদ্রিদের বিরুদ্ধে খেলতে চাই। চার বছর আগে ওদের কাছেই ফাইনালে হেরেছিলাম। তাই আমি চাইছি, ওদেরকে হারিয়েই এ বার খেতাব জিততে। তাহলেই সেটা মধুর প্রতিশোধ হবে।’

 

ওই দুঃসহ স্মৃতি এখনও মিশরের রাজপুত্রকে যন্ত্রণা দেয়। শনিবার রাতে রিয়াল মাদ্রিদকে হারালেই সেই যন্ত্রণা লাঘব হবে। সালাহ বলছেন, ‘৩০ মিনিটের মাথায় মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। ওটা আমার কেরিয়ারের সবচেয়ে খারাপ মুহূর্ত। সে দিন আমার মন ভেঙে গিয়েছিল। আমি হাসপাতালে থেকে দলের রেজাল্ট জেনেছিলাম। আমরা ওই ম্যাচটা হারতাম না। ওই খবরটা শোনার পর বিশ্বাস করতে পারিনি।’ আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রতিপক্ষ সেই রিয়াল মাদ্রিদ। ফুটবলজীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ভোলার সুযোগ মিশরের রাজপুত্রের কাছে। চ্যাম্পিয়ন্স লিগে ১২ ম্যাচে ৮ গোল রয়েছে তাঁর। এ বছর ক্লাবের হয়ে লিগ কাপ আর এফএ কাপ জিতেছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মর্যাদা সব সময়ই আলাদা। আর সেটাই জিততে চান লিভারপুলের তারকা ফুটবলার।

 

 

 

আরও পড়ুন: Justin Langer: ক্রিকেট অস্ট্রেলিয়ার রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য জাস্টিন ল্যাঙ্গারের

Next Article