বিদ্যাসাগরের হ্যাটট্রিকে চূর্ণ মহমেডান

sushovan mukherjee |

Mar 05, 2021 | 8:09 PM

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ট্রাউ। ম্যাচের ২৯ মিনিটে ফাল্গুনী সিংয়ের গোলে এগিয়ে যায় মহমেডান। ৩৯ আর ৪২ মিনিটে জোড়া গোল করেন বিদ্যাসাগর। দ্বিতীয়ার্ধেও দাঁত ফোটাতে পারেনি মহমেডান। ৬৫ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বিদ্যাসাগর।

বিদ্যাসাগরের হ্যাটট্রিকে চূর্ণ মহমেডান
দুরন্ত হ্যাটট্রিক বিদ্যাসাগরের। ছবি: টুইটার

Follow Us

ট্রাউ- ৪                                                                             :                                                 মহমেডান স্পোর্টিং- ০

(ফাল্গুনী সিং ২৯, বিদ্যাসাগর ৩৯, ৪২, ৬৫)

 

কল্যাণী: চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচেই হার মহমেডান স্পোর্টিংয়ের। কল্যাণীতে ট্রাউয়ের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত সাদা-কালো ব্রিগেড। একা বিদ্যাসাগর সিংই শেষ করে দিলেন মহমেডানকে। ট্রাউয়ের হয়ে হ্যাটট্রিক করলেন বিদ্যাসাগর। অপর গোল ফাল্গুনী সিংয়ের। পেড্রো মানজি, জন চিডিরা এ দিন পুরো ফ্লপ। শঙ্করলালের হাত ধরে আই লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে উঠেছিল মহমেডান। খাদের কিনারায় দাঁড়িয়েও শঙ্করলালের কোচিংয়ে টানা ২ ম্যাচ জেতে সাদা-কালো।

আরও পড়ুন: খালিদের ছক ভাঙার রাস্তা খুঁজছেন হাবাস

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ট্রাউ। ম্যাচের ২৯ মিনিটে ফাল্গুনী সিংয়ের গোলে এগিয়ে যায় মহমেডান। ৩৯ আর ৪২ মিনিটে জোড়া গোল করেন বিদ্যাসাগর। দ্বিতীয়ার্ধেও দাঁত ফোটাতে পারেনি মহমেডান। ৬৫ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বিদ্যাসাগর। ম্যাচ হারের পর কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেন, ‘খারাপ দিন। বাজে গোল হজম করেছি। আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। পরের ম্যাচে ভুলগুলো শোধরাতে হবে।’

 

টানা ২ ম্যাচ জেতায় ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টির সঞ্চার হয়েছিল, তা মানতে নারাজ সাদা-কালো কোচ শঙ্করলাল চক্রবর্তী। বুধবার রাউন্ডগ্লাস পঞ্জাবের মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং।

Next Article