খালিদের ছক ভাঙার রাস্তা খুঁজছেন হাবাস

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: Debasmita Chakraborty

Mar 05, 2021 | 8:06 PM

শনিবার সেমিফাইনালের (Semi final) প্রথম লেগে নর্থ ইস্ট ইউনাইটেডের (Northeast United) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। খালিদ জামিলের দলের বিরুদ্ধে নামার আগে অঙ্ক কষছেন আন্তোনিও হাবাস।

খালিদের ছক ভাঙার রাস্তা খুঁজছেন হাবাস
খালিদের ছক ভাঙার রাস্তা খুঁজছেন হাবাস

Follow Us

বাম্বোলিম: এএফসি চ্যাম্পিয়ন্স (AFC Championship) লিগ হয়নি। লিগের শীর্ষস্থান হাতছাড়া হওয়ায় এ বার হাবাসের টার্গেট আইএসএল চ্যাম্পিয়নের ট্রফি। শনিবার সেমিফাইনালের (Semi final) প্রথম লেগে নর্থ ইস্ট ইউনাইটেডের (Northeast United) মুখোমুখি এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। খালিদ জামিলের দলের বিরুদ্ধে নামার আগে অঙ্ক কষছেন আন্তোনিও হাবাস। নর্থইস্টের বিরুদ্ধে শেষ সাক্ষাতে জয় পায়নি সবুজ-মেরুন। সেমিফাইনালে সেই বদলাটাই নিতে মরিয়া রয় কৃষ্ণারা।

আরও পড়ুন: নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ

তবে সেমিফাইনালের প্রথম পর্বে নামার আগে কিছুটা দুশ্চিন্তা থাকছে এটিকে মোহনবাগান শিবিরে। চোটের জন্য শনিবার নেই ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। মাশাদো-ব্রাউনদের বিরুদ্ধে রক্ষণে তিরির উপরেই ভরসা করতে হবে হাবাসকে। সন্দেশের অনুপস্থিতিতে কার্ল ম্যাকহিউসকে সেই জায়গায় ব্যবহার করতে পারেন বাগান কোচ। কার্ড সমস্যা মিটিয়ে দলে ফিরছেন শুভাশিস বসু। চোটের জন্য অনিশ্চিত এডু গার্সিয়া। রয় কৃষ্ণা-ডেভিড উইলিয়ামস জুটিকে সামনে রেখেই আক্রমণের ঘুঁটি সাজাচ্ছেন আন্তোনিও হাবাস। নর্থইস্টের দেশীয় ফুটবলারদেরও সমীহ করছে সবুজ-মেরুন থিঙ্ক ট্যাঙ্ক। আশুতোষ মেহতা, ভিপি সুহেররা নজর কেড়েছেন। সেই সঙ্গে অবশ্যই খালিদ জামিলের স্ট্র্যাটেজি। প্রথম ভারতীয় কোচ হিসেবে আইএসএলের কোনও দলকে প্লে অফে তুলেছেন। দায়িত্ব নেওয়ার পর একটাও ম্যাচ হারেননি খালিদ। আত্মবিশ্বাসে ভরপুর নর্থইস্ট ইউনাইটেড এফসি। পাহাড়ের দলটি একবারও আইএসএল ফাইনাল খেলেনি। ফলে সেই সুযোগটা নিতে মরিয়া নর্থইস্ট।

আরও পড়ুন: ভয়ডরহীন ক্রিকেটটাই ইউএসপি পন্থের

শেষ ২ ম্যাচে গোল পাননি রয় কৃষ্ণা। শনিবার সেমিফাইনালের প্রথম লেগে সেই গোল খরা কাটাতে চান তিনি। ডার্বি জয়ের পর টানা দুটো ম্যাচে জয় পায়নি এটিকে মোহনবাগান। বাম্বোলিমে ঘুরে দাঁড়াতে মরিয়া মার্সেলিনহোরা। কোচ হাবাস আত্মবিশ্বাসী নিজের দল নিয়ে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হওয়ার পর সবুজ-মেরুনের এখন একটাই লক্ষ্য। আইএসএল ট্রফি।

Next Article