নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ

এশিয়ান পর্যায়ে নীরজই (Neeraj Chopra) সেরা জ্যাভলিন থ্রোয়ার ( javelin thrower)। কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন তিনি।

নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ
সৌজন্যে - অ্যাথলেটিক ফেডারেশন অব ইন্ডিয়া টুইটার
Follow Us:
| Updated on: Mar 05, 2021 | 7:35 PM

পাতিয়ালা: কুস্তি, ব্যাডমিন্টন, বক্সিং, শুটিংয়ের মতো ইভেন্টগুলো থেকে অলিম্পিক পদক আসতে পারে ভারতের। ট্র‍্যাক অ্যান্ড ফিল্ড নিয়ে খুব বেশি স্বপ্ন দেখার জায়গা থাকে না। টোকিও অলিম্পিকে কি ছবিটা পাল্টাবে? যদি কেউ পারেন, একমাত্র জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়াই (Neeraj Chopra) পারবেন। অলিম্পিকের আগে তিনি যে তৈরি, সেটা প্রমাণ করে দিচ্ছেন। ভারতীয় গ্রাঁ প্রিতে নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন নীরজ।

আরও পড়ুন: ভয়ডরহীন ক্রিকেটটাই ইউএসপি পন্থের

২০১৮ সালে এশিয়ান গেমসে ৮৮.০৬ মিটার ছুঁড়ে জ্যাভলিনে সোনা পেয়েছিলেন নীরজ। সেই রেকর্ডটাই ভেঙে দিলেন ২৪ বছরের অ্যাথলিট। ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ছুঁড়লেন ৮৮.০৭ মিটার। করোনাভাইরাসের জন্য প্রায় এক বছর মাঠে নামতে পারেননি। কিন্তু ফিরেই চমকে দিলেন। নীরজের এই থ্রোটাই বছরের সেরা। প্রথম দুটো থ্রো ফাউল ছিল নীরজের। তৃতীয় থ্রোটা ছুঁড়েছিলেন ৮৩.০৩ মিটার। চতুর্থ থ্রোতে ৮৩-৩৬ মিটার ছোঁড়েন। পরের থ্রোটাতেই জাতীয় রেকর্ড করেন।

পরে নীরজ বলেছেন, ‘আমি নিজেকে তৈরি রেখেছিলাম। কিছুটা হাওয়া বইছিল। আমি নিজের পছন্দের জ্যাভিলিনটা নিয়েই নেমেছিলাম। যেটা আমাকে সাহায্য করেছিল। অতিমারির জন্য ট্রেনিং সেভাবে করতে পারিনি। তবে তার মধ্যেও যতটা সম্ভব সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: এখনই ধোনির বিকল্প পন্থ, বলছেন রোহিত

এশিয়ান পর্যায়ে নীরজই সেরা জ্যাভলিন থ্রোয়ার। কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছেন তিনি। টোকিও গেমসেও পদক জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছেন নীরজ। তীব্র হাওয়ার জন্য সমস্যায় পড়েছিলেন। যা নিয়ে নীরজ বলছেন, ‘এই রকম হাওয়ায় এর আগে কখনও ইভেন্টে নামিনি। শুরুতে সে ভাবে গোছাতে না পারলেও ধীরে ধীরে মেলে ধরতে পেরেছিলাম নিজেকে। একটা জিনিস মাথায় রাখতে হয়, বিশ্বের যে কোনও প্রান্তে সেরাটা দেওয়ার জন্য কিন্তু আমাকে তৈরি থাকতে হবে।’

আরও পড়ুন: টিমের সঙ্গে নিজের কথাও ভাবো, পন্থকে পরামর্শ দিয়েছিলেন কোচ তারক