সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 05, 2021 | 12:49 PM
৪২ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন চেলসির ম্যাসন মাউন্ট। (সৌজন্যে-চেলসি টুইটার)
সাদিও মানে, রবার্তো ফিরমিনোরা গোলের সুযোগই তৈরি করতে পারেননি। (সৌজন্যে-লিভারপুল টুইটার)
ক্লাবের তরফে ২০ গোল করে এবং গোল করতে সহায়তা করা দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হলেন এ দিনের ম্যাচের নায়ক ব্লুজদের ম্যাসন মাউন্ট। (সৌজন্যে-চেলসি টুইটার)
ম্যাচের পর উচ্ছসিত চেলসি ম্যানেজার তুচেল বলেছেন, "দলের পারফরম্যান্স খুবই ভালো ছিল। আমরা কোনও সময় মেজাজ হারাইনি। সাহসের সঙ্গে খেলেছে ছেলেরা।" (সৌজন্যে-চেলসি টুইটার)
ঘরের মাঠে হারের পর লিভারপুল ম্যানেজারের ক্লপ বলেছেন, "এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের ভালো খেলার ক্ষমতা রয়েছে, তা প্রমাণ করতে হবে।" (সৌজন্যে-লিভারপুল টুইটার)