কলকাতা: বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের ম্যাচে আইজল এফসির মুখোমুখি হতে চলেছে মহমেডান স্পোর্টিং। অ্যারোজ ম্যাচ হেরে ছন্দপতন হয়েছে সাদা-কালোর। আইজলকে হারিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্ল্যাক প্যান্থার্স। ৭ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে মহমেডান স্পোর্টিং। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে অষ্টম স্থানে রয়েছে আইজল এফসি।
1️⃣Day to go ⚫️⚪️???⚽️#JaanJaanMohammedan#BlackPanthers pic.twitter.com/xAA4mDGv5I
— Mohammedan SC (@MohammedanSC) February 17, 2021
আইজলের দায়িত্বে রয়েছেন সাদা-কালোর প্রাক্তন কোচ ইয়ান ল। চলতি মরসুমের মাঝপথেই ইয়ান ল-কে সরিয়ে দিয়েছিল মহমেডান। বৃহস্পতিবার যুবভারতীতে সেই বদলাটাই নিতে চান ময়দানের এই তরুণ কোচ। বদলার ম্যাচে তাই সাবধানী মহমেডান স্পোর্টিং। অ্যারোজের কাছে হারলেও দল নিয়ে আত্মবিশ্বাসী সাদা-কালো শিবির। এ দিকে, বৃহস্পতিবার সাদা-কালো জার্সিতে অভিষেক হচ্ছে পেড্রো মানজির। জন চিডি আর পেড্রো মানজি জোড়া স্ট্রাইকারকে সামনে রেখেই দল সাজাচ্ছে মহমেডান। আই লিগে চেন্নাই সিটি এফসির সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার পেড্রো। বলাই বাহুল্য, তিনি আসায় মহমেডানের আক্রমণভাগ অনেকটাই শক্তিশালী হল।
আরও পড়ুন:১৩ মার্চ ফাতোরদায় আইএসএল ফাইনাল
টিডি শঙ্করলাল চক্রবর্তী বলেন, ‘ অ্যারোজ ম্যাচের পর ফুটবলাররা ভেঙে পড়েছিল। ব্যর্থতার ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে ফুটবলারদের মোটিভেট করেছি আমরা। পেড্রোকে দলে যোগ দেওয়ায় স্ট্রাইকার সমস্যা মিটেছে। আশা করি, পেড্রো-চিডি জুটিতে ভর করে আমরা ঘুরে দাঁড়াব।’কাল ম্যাচ শুরু দুপুর ২টোয়। গরমে খেলতে হওয়ায় কিছুটা যে অসুবিধে হবে, তা স্বীকার করে নেন সাদা-কালো টিডি। তবে আইজলকে হারিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া মহমেডান স্পোর্টিং।