১৩ মার্চ ফাতোরদায় আইএসএল ফাইনাল

মারগাও: করোনার জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মহাযজ্ঞ এ বার গোয়ায় হচ্ছে। বায়ো বাবলে থেকে খেলছেন ১১টি দলের ফুটবলাররা। এবার শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলের নম্বর ওয়ান লিগ। আইএসএল ফাইনাল (ISL 2020 Final) ১৩ মার্চ। এমনটাই জানিয়েছে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “অ্যাওয়ে গোল” নিয়মটি এই মরসুমের সেমি ফাইনালে জারি হবে না। […]

১৩ মার্চ ফাতোরদায় আইএসএল ফাইনাল
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2021 | 7:51 PM

মারগাও: করোনার জন্য ইন্ডিয়ান সুপার লিগের (ISL) মহাযজ্ঞ এ বার গোয়ায় হচ্ছে। বায়ো বাবলে থেকে খেলছেন ১১টি দলের ফুটবলাররা। এবার শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলের নম্বর ওয়ান লিগ। আইএসএল ফাইনাল (ISL 2020 Final) ১৩ মার্চ। এমনটাই জানিয়েছে ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “অ্যাওয়ে গোল” নিয়মটি এই মরসুমের সেমি ফাইনালে জারি হবে না। গড় গোল সংখ্যার নিরিখে নির্ধারিত হবে।

আইএসএল ফাইনাল আয়োজিত হবে ফতোরদার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। এই নিয়ে তৃতীয় বার আইএসএল ফাইনাল হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। প্রিয় দল ফাইনালে উঠলে তাদের সমর্থকরা গ্যালারিতে গলা ফাটাবেন কিনা তাতে এখনও সিলমোহর পড়েনি। ক্রিকেট মাঠে সীমিত সংখ্যক দর্শক ফিরেছে। কিন্তু আইএসএল ফাইনালে দর্শক মাঠে ফিরবেন কিনা তা নিয়ে কোনও নির্দেশিকা জারি হয়নি।

আরও পড়ুন: ম্যাক্সওয়েলকে নিতে ঝাঁপাবে কোন দল?

১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার এক নম্বরে এটিকে মোহনবাগান। সম সংখ্যক ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে মুম্বই সিটি। কোন দল জায়গা করবে ফাইনালে তা ঠিক হতে এখনও সময় আছে। কিন্তু, ফাইনালের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে।