কল্যাণী: অবশেষে স্বস্তি ফিরল সাদা-কালো শিবিরে। চার ম্যাচ পর জয়ে পেল মহমেডান। কল্যাণীতে গোকুলাম কেরালাকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়াল শঙ্করলাল ব্রিগেড। পরপর ম্যাচে ড্র করে লিগ তালিকার ৬ নম্বরে নেমে গেছিল মহমেডান। কার্যত দেওয়ালে পিঠ ঢেকে যাওয়া অবস্থা থেকে তিন পয়েন্ট তুলে আনল সাদা-কালো ব্রিগেড। মহমেডানের হয়ে দুই অর্ধে দুটো গোল করেন জন চিডি আর আশির আখতার।
?️ Hero of the Match @MohammedanSC‘s Asheer Akhtar: “It was very important for us to win today. It was a great effort by everyone in the team.”#HeroILeague ? #IndianFootball ⚽ #LeagueForAll ? #MDSPGKFC ⚔️ pic.twitter.com/EPDV0pgYr6
— Hero I-League (@ILeagueOfficial) February 8, 2021
নেরোকা ম্যাচের দলে তিনটে পরিবর্তন করেছিলেন মহমেডান কোচ। শিল্টন ডি সিলভা, নিখিল কদমের সঙ্গে শুরু থেকে খেলেন জন চিডি। আক্রমণে ধার বাড়তেই বাজিমাত মহমেডানের। সাদা-কালো টিডি শঙ্করলাল চক্রবর্তীও স্বীকার করছেন যে, ‘চিডি, মাভিয়ার মতো ফুটবলার আসায় দলের অ্যাটাকিং গভীরতা বেড়েছে। তারই ছাপ পড়েছে দলের খেলায়।’
আরও পড়ুন:দয়া করে চিপকে ‘গাব্বা’ খুঁজবেন না
গোকুলাম কেরালাকে হারিয়ে লিগ তালিকার দু’নম্বরে উঠে এল মহমেডান। সাদা-কালো টিডি বলছেন, ‘এই স্পিরিটটাই আগামী কয়েকটা ম্যাচে ধরে রাখতে চাই।’ ১৪ তারিখ মহমেডানের পরের ম্যাচ ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে। তিন পয়েন্ট পেয়ে ঘুরে দাঁড়ানোর পর এখন তারকা স্ট্রাইকার পেড্রোর অপেক্ষায় সাদা-কালো।