গোয়া: মোহনবাগানের প্রথম আই লিগ জয় বেঙ্গালুরু এফসিকে টেক্কা দিয়েই। কান্তিরাভায় সুনীলদের সঙ্গে ড্র করেই বাজিমাত করেছিল সঞ্জয় সেনের সবুজ-মেরুন। মোহনবাগান-ইস্টবেঙ্গলের মতো না হলেও গত কয়েক বছরে ভারতীয় ফুটবলে অন্য মাত্রা যোগ করেছে মোহনবাগান-বেঙ্গালুরু দ্বৈরথ। মঙ্গলবার আইএসএলের মঞ্চে সুনীল বনাম রয় কৃষ্ণা। প্রথম পর্বে ডেভিড উইলিয়ামসের গোলে বেঙ্গালুরুকে হারিয়েছিল হাবাসের দল।
https://t.co/HXJBiPJU1i pic.twitter.com/XHtuw3H9Zb
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 8, 2021
ছন্নছাড়া অবস্থা কাটিয়ে শেষ দুটো ম্যাচে নিজেদের অনেকটাই গুছিয়ে ফেলেছেন সুনীলরা। লাল-হলুদকে হারানোর পাশাপাশি চেন্নাইয়ের সঙ্গেও ড্র করেছে বেঙ্গালুরু। শেষ চারটে ম্যাচে অপরাজিত সুনীলরা। এমনিক শেষ দুটো ম্যাচে গোলও হজম করেননি গুরপ্রীতরা। দুরন্ত ফর্মে থাকা হাবাসের দলের বিরুদ্ধে এই ফর্ম বজায় রাখাটাই এখন চ্যালেঞ্জ নৌসাদ মুসার দলের সামনে।
আরও পড়ুন:১১৪ বছরের রেকর্ড ছুঁলেন অশ্বিন
শেষ দুটো ম্যাচে সাত গোল দিয়ে সুনীলদের বিরুদ্ধে নামছেন রয় কৃষ্ণারা। ওড়িশা এফ সির বিরুদ্ধে জোড়া গোল করে ছন্দে ফিরেছেন মনবীর। ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার আগে রয় কৃষ্ণা। ফর্মে রয়েছেন মার্সেলিনহো। আপফ্রন্টের এই ত্রয়ীই তুরুপের তাস হতে চলেছে হাবাসের।
কাল সুনীলদের হারাতে পারলেই লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফ সিকে ছুঁয়ে ফেলবে মোহনবাগান। তবে এখন থেকেই লিগ তালিকার এক নম্বর জায়গা নিয়ে ভাবছেন না হাবাস। এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ বলছেন, ‘অঙ্কের বিচারে প্লে অফে যাওয়া নিশ্চিত করাই প্রাথমিক কাজ। তারপর লিগ তালিকার প্রথম পজিশন নিয়ে ভাবব। আমি ম্যাচ ধরে এগোনোরই পক্ষপাতী।’
আরও পড়ুন:জকোভিচ, সেরেনারা জিতলেন, ছিটকে গেলেন কেরবের
বেঙ্গালুরু মানেই হেভিওয়েট লড়াই। তবে সুনীলদের বিরুদ্ধে ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ। হাবাস বলছেন,’ডিফেন্সে আমরা ধারাবাহিকভহাবে ভালো করছি। ধীরে ধীকে অ্যাটাকিংয়েও উন্নতি করছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।