১১৪ বছরের রেকর্ড ছুঁলেন অশ্বিন
স্পিনার হিসেবে প্রথম ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেওয়ার নজির রয়েছে একমাত্র ইংল্যান্ডের ববি পিলের
চেন্নাই: ১১৪ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন। চিপক টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই ররি বার্নসের উইকেট নেন অশ্বিন। প্রথম ভারতীয় স্পিনার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। ১১৪ বছর আগে এমন কীর্তি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার বার্ট ভগলার।
আরও পড়ুন:আইসিসির প্রথম প্লেয়ার অফ দ্য মান্থ পন্থ
১৯০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে দ্বিতীয় ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নিয়েছিলেন স্পিনার বার্ট ভাগলার। ক্রিকেট ইতিহাসে এতদিন তাঁরই এই রেকর্ড ছিল। সোমবার ররি বার্নসের উইকেট নিয়ে সেই রেকর্ড স্পর্শ করলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন:কপিল-জাহিরদের ৩০০ ক্লাবে ইশান্তও
স্পিনার হিসেবে প্রথম ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেওয়ার নজির রয়েছে একমাত্র ইংল্যান্ডের ববি পিলের। ১৮৮৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে ইনিংস শুরুর প্রথম বলেই উইকেট নেন ইংল্যান্ডের এই স্পিনার। স্পিনার হিসেবে ইনিংসের শুরুতেই উইকেট নেওয়ার নিরিখে এখন ৩ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন।