জকোভিচ, সেরেনারা জিতলেন, ছিটকে গেলেন কেরবের
নোভাক জকোভিচ, নিক কর্গিওসরা যেমন দ্বিতীয় রাউন্ডে গেলেন, তেমনই সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, সিমোনা হালেপরা সহজেই পৌঁছলেন অস্ট্রেলিয়ান ওপেনের পরের রাউন্ডে।
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open) প্রথম দিন তারকাদের প্রায় সবাই দ্বিতীয় রাউন্ডে উঠলেন। অঘটনের মুখ শুধু অ্যাঞ্জেলিক কেরবের। প্রাক্তন চ্যাম্পিয়ন ছিটকে গেলেন প্রথম রাউন্ডেই। নোভাক জকোভিচ, নিক কর্গিওসরা যেমন দ্বিতীয় রাউন্ডে গেলেন, তেমনই সেরেনা উইলিয়ামস, নাওমি ওসাকা, সিমোনা হালেপরা সহজেই পৌঁছলেন অস্ট্রেলিয়ান ওপেনের পরের রাউন্ডে। কিন্তু প্রথম দিনই অঘটন। চোট সারিয়ে ১৫ মাস পর কোর্টে ফিরে জয় পেলেন বিয়াঙ্কা আন্দ্রেসকু।
.@DjokerNole, the floor is yours ?#AO2021 | #AusOpen pic.twitter.com/SqWLhhQghQ
— #AusOpen (@AustralianOpen) February 8, 2021
করোনাভাইরাসের (COVID-19) এই প্রথম কোনও গ্র্যান্ড স্লাম হচ্ছে। দর্শকদের ক্ষেত্রে কী বিধিনিষেধ থাকে, তা নিয়ে আগ্রহ ছিল। সাধারণত ৩০ হাজার দর্শক মাঠে ঢুকতে পারে। কিন্তু অতিমারির কথা মাথায় রেখে তার অর্ধেক দর্শক ঢুকতে দেওয়া হয়েছিল। কিন্তু মাস্ক পরা, দূরত্ব রেখে গ্যালারিতে বসা বাধ্যতামূলক করা হয়েছিল।
আরও পড়ুন: ১১৪ বছরের রেকর্ড ছুঁলেন অশ্বিন
দর্শকদের সামনে রড লেভার এরিনায় বিশ্বের এক নম্বর প্লেয়ার জোকার ৬-৩, ৬০১, ৬-১ হারালেন জেরেমি কার্ডিকে। ম্যাচের পর জকোভিচ বলেছেন, ‘স্টেডিয়ামে দর্শক দেখে মন ভরে গিয়েছে। অনেক দিন পর টেনিস কোর্টে এইরকম একটা দৃশ্য দেখতে পেলাম। আর, রড লেভার এরিনাতে আমি প্রচুর ম্যাচ খেলেছি। এই কোর্টের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। অনেক স্মৃতি। সেটা আরও একটু বাড়ল।’
Serena wins it in style ?
The perfect start to her #AusOpen campaign with a victory over Siegemund 6-1 6-1 ??@serenawilliams | #AO2021 pic.twitter.com/80MOANh6o5
— #AusOpen (@AustralianOpen) February 8, 2021
মেয়েদের টেনিসে বিশ্বের তিন নম্বর তারকা ওসাকা ৬-১, ৬-২ ওড়ালেন আনাস্তাসিয়া পাভলুচেঙ্কোভাকে। অন্য কোর্টে সেরেনা সহজ জয় পেলেন লরা সিগমুন্ডের বিরুদ্ধে। এ দিন অস্ট্রেলিয়ান ওফেনের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন সেরেনা। ৬-১, ৬-১ জিতলেন তিনি। জিতলেন ভেনাস উইলিয়ামসও।
আরও পড়ুন: টোকিও গেমস না করার পরামর্শ করোনা বিশেষজ্ঞদের
মেলবোর্ন পার্কের প্রথম দিনই অঘটনের মুখ কেরবের। তিনবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন প্রথম সেটে ০-৪ হেরেছেন। দ্বিতীয় সেটেও কার্যত দাঁড়াতে পারেননি বের্নার্দা পেরার কাছে। এক ঘণ্টা দশ মিনিটের ম্যাচে কেরবের ফিরে আসার অনেক চেষ্টাই করেছিলেন। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে লাগেনি তাঁর।