টোকিও গেমস না করার পরামর্শ করোনা বিশেষজ্ঞদের

মেডিক্যাল সায়েন্স কী বলছে? সত্যি কি নিরাপদ টোকিও? নাকি আয়োজকদের এ বার টোকিও গেমস আয়োজন না করাই উচিত?

টোকিও গেমস না করার পরামর্শ করোনা বিশেষজ্ঞদের
সৌজন্যে-টুইটার
Follow Us:
| Updated on: Feb 08, 2021 | 3:02 PM

টোকিও: সংক্রমিত রোগ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁরা আন্তরিক ভাবে চান, এ বার টোকিওতে অলিম্পিক হোক। কিন্তু মেডিক্যাল সায়েন্স কী বলছে? সত্যি কি নিরাপদ টোকিও? নাকি আয়োজকদের এ বার টোকিও গেমস আয়োজন না করাই উচিত?

অসংখ্য প্রশ্ন যখন উঠে আসছে, তখন আতসুও হামাদার মতো সংক্রমণ বিশেষজ্ঞ কিন্তু বলে দিচ্ছেন, ঝুঁকি থেকে যাচ্ছে। যা পরিস্থিতি, তাতে টোকিও গেমস না করাই উচিত।

আরও পড়ুন: আইসিসির প্রথম প্লেয়ার অফ দ্য মান্থ পন্থ

টোকিও অলিম্পিক নিয়ে টালবাহানা চলছে দীর্ঘদিন ধরে। নানা মহলের প্রতিবাদ সত্ত্বেও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেমস করতে বদ্ধপরিকর। কিন্তু করোনাভাইরাস নিয়ে জাপানের যা পরিস্থিতি, তাতে গেমস না করার পক্ষেই রায় দিচ্ছেন হামাদা। তাঁর কথায়, ‘অলিম্পিক নিয়ে অ্যাথলিটদের আবেগ বুঝতে পারছি। আয়োজকদের মনোভাবও বুঝতে পারছি। কিন্তু বাস্তবটা অন্য। করোনাভাইরাস যদি ওই সময় তার কার্যকারিতা হারায়ও, তা হলেও জাপানে গেমস করা ঠিক হবে না।’

ব্রিটিশ ইউনিভার্সিটির সিনিয়র গবেষক মিচেল হেডের ব্যাখ্যাও অনেকটা সেই রকম। ‘অলিম্পিক নিয়ে অনেকের অনেক আবেগ আছে, খুব ভালো করে জানি। কিন্তু বিশ্ব জনতার স্বাস্থের কথা যদি ভাবি, তা সঙ্গে কোনও কিছুরই তুলনা করা যেতে পারে না। অলিম্পিকেরও নয়।’

আরও পড়ুন: ছেলে মেয়ার্সের জন্য সারারাত ঘুমোননি বাবা ক্লার্ক

২৬ হাজার অ্যাথলিট নামবেন অলিম্পিকের নানা ইভেন্টে। ১২ হাজার সাংবাদিক হাজির থাকবেন টোকিওতে। থাকবেন আরও অনেক লোকজন। মিচেল হেড যা নিয়ে বলছেন, ‘এত বিপুল পরিমাণ লোকের এখ জায়গায় জড়ো হওয়া কিন্তু সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেবে। যদিও সবাই করোনার প্রতিষেধক নিয়ে আসেন, তাও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন।’

অস্ট্রেলিয়ার লা ট্রব ইউনিভার্সিটির প্রফেসর হাসান ভ্যালিও একই যুক্তি তুলে ধরেছেন, ‘জনগণের স্বাস্থ্যের কথা যদি ভাবা হয়, তা হলে কিন্তু এখন এইসব জিনিস এড়িয়েই যাওয়া ভালো। ঝুঁকি কিন্তু সব সময় থেকে যাচ্ছে।’ হেডের পাল্টা যুক্তি হল, ‘অলিম্পিকে অংশগ্রহণকারীদের সংখ্যা যতটা সম্ভব কমাতে হবে। এতে সংক্রমণের আশঙ্কা যে কমে যাবে, তা নয়। তবে ঝুঁকির পরিমাণ কিছুটা কমানো যেতে পারে।’

আরও পড়ুন: অ্যানফিল্ডে হারের হ্যাটট্রিক লিভারপুলের

এতেই শেষ হচ্ছে না। কেউ কেউ বলছেন, অলিম্পিক শুরুর আগে শুধু জাপানের অ্যাথলিটদেরই নয়, আমজনতাকেও করোনার প্রতিষেধক দেওয়া উচিত। যাতে এই রকম পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি থাকতে পারেন তাঁরা।