CFL, Mohammedan SC: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মহমেডান স্পোর্টিংয়ের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 17, 2023 | 5:59 PM

Calcutta Football League: সাউদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন অভিজিৎ-ডেভিডরা। দাপুটে পারফর্ম্যান্সের সুবাদে কলকাতা লিগে মহমেডান ২-০ ব্যবধানে হারাল সাউদার্ন সমিতিকে।

CFL, Mohammedan SC: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মহমেডান স্পোর্টিংয়ের
CFL, Mohammedan SC: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক মহমেডান স্পোর্টিংয়ের

Follow Us

কলকাতা: কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে জয়ের হ্যাটট্রিক মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। আজ, ১৭ অগস্ট সাউদার্ন সমিতিকে (Southern Samity) হারিয়ে কলকাতা লিগে (Calcutta Football League) ৩ পয়েন্ট তুলে নিল সাদা-কালো ব্রিগেড। সাউদার্ন সমিতির বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন অভিজিৎ-ডেভিডরা। দাপুটে পারফর্ম্যান্সের সুবাদে কলকাতা লিগে মহমেডান ২-০ ব্যবধানে হারাল সাউদার্ন সমিতিকে। লিগে এখনও অবধি ৭টি ম্যাচ খেলে এটি সাদা-কালো শিবিরের ষষ্ঠ জয়। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ম্যাচের বয়স যখন ১৫ মিনিট, সেই সময় সাউদার্ন সমিতির জাল কাঁপান মহমেডানের অভিজিৎ সরকার। সাদা-কালো শিবির লিড বাড়াতেই গর্জে ওঠে গ্যালারিতে থাকা দর্শকরা। একইসঙ্গে সাদা-কালো ব্রিগেডের ফুটবলাররা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন।

প্রথমার্ধের শুরুর দিকে ১-০ এগিয়ে যাওয়ার পর জায়গা ছাড়েনি মহমেডান। বরং ৩৭ মিনিটে মহমেডানের হয়ে ব্যবধান বাড়ান ডেভিড। এই নিয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে অষ্টম গোল করলেন ডেভিড। ২-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মহমেডান।

দ্বিতীয়ার্ধে দুই দলই আর গোলের সুযোগ পায়নি। তাই শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে জয়ের হ্যাটট্রিক করে মাঠ ছাড়েন ডেভিড-অভিজিৎরা। দলের জয় নিয়ে মহমেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বলেন, ‘আমাদের দলের ফুটবলারদের নিয়ে আমরা গর্বিত। সাউদার্ন সমিতির বিরুদ্ধে ছেলেরা ভালো পারফর্ম করেছে। ওদের সংঘবদ্ধ পারফরম্যান্স, দলের প্রতি নিষ্ঠার সুবাদে যোগ্য জয় এসেছে। এই জয়ের ধারাটা আগামী ম্যাচগুলোতে ধরে রাখতে চাই।’

উল্লেখ্য, এই নিয়ে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে ৭ ম্যাচে ৬টি জয় ও ১টি হারের মুখোমুখি হয়েছে মহমেডান। তাদের অর্জিত পয়েন্ট আপাতত ১৮।