ISL Season 11: আইএসএল অভিষেকে শেষ মুহূর্তে মহমেডানের স্বপ্ন ভাঙলেন আলাদিন

Sep 16, 2024 | 10:41 PM

ISL 2024-25, Mohammedan Sporting Club: নর্থ ইস্টনাইটেডের আইএসএলে এ মরসুমের শুরু। ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইও চলল। প্রথম বার খেললেও মুগ্ধ করল মহমেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্স। স্নায়ুর চাপ সামলে সব ঠিকঠাকই চলছিল। ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট আসছে, এমন সম্ভাবনাই ছিল সাদা-কালো শিবিরে। কিন্তু শেষ মুহূর্তে আলাদিনের শটে স্বপ্ন ভঙ্গ।

ISL Season 11: আইএসএল অভিষেকে শেষ মুহূর্তে মহমেডানের স্বপ্ন ভাঙলেন আলাদিন
Image Credit source: X,PTI

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হল মহমেডান স্পোর্টিং ক্লাবের। দেশের শীর্ষ সারির লিগে খেলার স্বপ্ন ছিল বহু দিনের। অবশেষে সেই দিন এল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নর্থ ইস্ট ইউনাইটেড। সদ্য ডুরান্ড কাপ জিতে আত্মবিশ্বাসী ছিল নর্থ ইস্ট। মহমেডানের যেমন অভিষেক ম্যাচ, তেমনই নর্থ ইস্টনাইটেডের আইএসএলে এ মরসুমের শুরু। ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইও চলল। প্রথম বার খেললেও মুগ্ধ করল মহমেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্স। স্নায়ুর চাপ সামলে সব ঠিকঠাকই চলছিল। ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট আসছে, এমন সম্ভাবনাই ছিল সাদা-কালো শিবিরে। কিন্তু শেষ মুহূর্তে আলাদিনের শটে স্বপ্ন ভঙ্গ।

নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হার দিয়ে আইএসএলে অভিষেক হল মহমেডান স্পোর্টিংয়ের। ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোলটি হয়। পরিবর্ত হিসেবে আলাদিনকে নামিয়েছিলেন নর্থ ইস্ট ইউনাইটেড কোচ। সুপার সাব হয়ে দাঁড়ালেন সেই আলাদিনই। ইনজুরি টাইমে থোই সিংয়ের ক্রস থেকে গোল করেন আলাদিন। এই একটি গোলই পার্থক্য গড়ে দিল। অথচ ম্যাচের শুরুতে লড়াই চলছিল সমানে সমানেই। গোলে অ্যাসিস্ট করা থোই সিংও নেমেছিলেন পরিবর্ত হিসেবেই।

দেশের শীর্ষ লিগে অভিষেক। উত্তেজনায় ফুটছিলেন মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড করেছে মহমেডান স্পোর্টিং। গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরাও। ঘরের মাঠের সমর্থকদের সামনে ভালো পারফরম্যান্সের মরিয়া চেষ্টা করেন সাদা-কালো ফুটবলাররা। তবে প্রথম ম্যাচের স্নায়ুর চাপ থাকল। সেটাই স্বাভাবিক। একটাই আপশোস, আর কিছুটা সময় ডিফেন্স বিভাগ স্নায়ুর চাপ সামলে রাখতে পারলে খালি হাতে মাঠ ছাড়তে হত না।

Next Article