Mohammedan Sporting: তাজিকিস্তানের ‘রোনাল্ডো’কে সই করিয়ে চমক মহমেডানের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jun 26, 2022 | 2:42 PM

লোকোমোটিভ মস্কোর 'বি'-দলেও খেলার অভিজ্ঞতা আছে তাজিকিস্তানের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ইস্তিকললের হয়ে ৪ বছর খেলার পর সার্বিয়ার প্রথম ডিভিশন ক্লাবে যোগ দেন। এরপর ফের ফিরে আসেন ইস্তিকললে। ২০১৬ সালে বুলগেরিয়ার ক্লাবে এক বছরের চুক্তিতে সই করেছিলেন। ইন্দোনেশিয়া আর ওমানের ক্লাবে এরপর খেলতে যান তাজিকিস্তানের 'রোনাল্ডো'।

Mohammedan Sporting: তাজিকিস্তানের রোনাল্ডোকে সই করিয়ে চমক মহমেডানের
নুরিদ্দিন দাভরোনোভ। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে সই করিয়ে চমক দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এ বার তাজিকিস্তানের রোনাল্ডোকে সই করিয়ে চমক দিল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। নুরিদ্দিন দাভরোনোভকে (Nuriddin Davronov) সই করাল সাদা-কালো ব্রিগেড। তাজিকিস্তানের জনপ্রিয় ফুটবল ক্লাব ইস্তিকলল থেকে মহমেডানে যোগ দেবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাজিক ক্লাবে খেলার পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া, বুলগেরিয়া, সার্বিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে নুরিদ্দিনের। জাতীয় দলের জার্সিতে ৫০টি ম্যাচ খেলে ফেলেছেন। ২০০৭ সালে দেশের জার্সিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও খেলেছেন। যুব পর্যায়ে দুরন্ত পারফরম্যান্সের পর সিনিয়র দলে জায়গা করে নেন। ইস্তিকললের হয়ে এএফসি কাপ ফাইনালও খেলেছেন নুরিদ্দিন। একসময়ের প্রতিভাবান ফুটবলারকে তাজিকিস্তানের ‘রোনাল্ডো’ নামে ডাকা হত। জাতীয় দলের হয়ে ৫০ ম্যাচে ৮ গোল করেছেন নুরিদ্দিন।

 

লোকোমোটিভ মস্কোর ‘বি’-দলেও খেলার অভিজ্ঞতা আছে তাজিকিস্তানের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। ইস্তিকললের হয়ে ৪ বছর খেলার পর সার্বিয়ার প্রথম ডিভিশন ক্লাবে যোগ দেন। এরপর ফের ফিরে আসেন ইস্তিকললে। ২০১৬ সালে বুলগেরিয়ার ক্লাবে এক বছরের চুক্তিতে সই করেছিলেন। ইন্দোনেশিয়া আর ওমানের ক্লাবে এরপর খেলতে যান তাজিকিস্তানের ‘রোনাল্ডো’। গত বছরই ইস্তিকললে ফিরে আসেন। তবে এ বছরই তাজিকিস্তানের ক্লাব থেকে সরাসরি সাদা-কালোয় খেলতে আসছেন দাভরোনোভ।

 

 

 

 

জাতীয় দলের জার্সিতে ভারতের বিরুদ্ধে গোলও রয়েছে নুরিদ্দিনের। ২ ম্যাচে ৩ গোল করেন। আফগানিস্তান, সিরিয়া, প্যালেস্তাইন, মালয়েশিয়ার মতো দেশের বিরুদ্ধেও গোল রয়েছে তাজিকিস্তানের প্রাক্তন অধিনায়কের। ইস্তিকললের জার্সিতে ৫ বার তাজিক লিগ জিতেছেন। এ ছাড়া তাজিক কাপ, তাজিক সুপার কাপ, এএফসি প্রেসিডেন্ট কাপও জিতেছেন নুরিদ্দিন। ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে রানার্স আপ হয় ইস্তিকলল। ৩১ বছরের ফুটবলারকে দলে নিয়ে চমক দিল মহমেডান স্পোর্টিং। সাদা-কালোর ঐতিহ্য নিয়েও ওয়াকিবহাল নুরিদ্দিন। মহমেডানের হয়ে খেলতে মুখিয়ে তাজিকিস্তানের ‘রোনাল্ডো’।

 

 

 

আরও পড়ুন: Wimbledon: চলবে না আড়ালে আবডালে যৌনতা, ড্রাগ পার্টি, উইম্বলডনে এবার সেক্স ব্যান!

Next Article