নতুন শুরু মহমেডানের। সাত বছর পর আই লিগে ফিরছে সাদা-কালো শিবির। শনিবার যুবভারতীতে মহমেডানের সামনে আই লিগের নবাগত দল সুদেভা এফসি। আই লিগের জন্য দলের স্প্যানিশ কোচের সঙ্গে শঙ্করলাল চক্রবর্তীকে টিডি হিসেবে জুড়়ে দিয়েছেন মহমেডান কর্তারা। তবে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দল গুছোনোর জন্য সেভাবে সুযোগ পাননি মোহনবাগানের প্রাক্তন কোচ। কোভিড প্রোটোকলের জন্য সব ফুটবলারকেও একসঙ্গে পাওয়াও যায়নি। হাতে গোনা কয়েকদিন অনুশীলন করেই আই লিগে মাঠে নামতে হচ্ছে মহমেডানকে। দল পুরোপুরি তৈরি নয়, মেনে নিয়েও শঙ্করলাল বলছেন, “সবাই মিলে প্রথম ম্যাচটা উতরে দেওয়ার চেষ্টা করব। কোচকে গাইড করছি। সহযোগিতাও করছি।”
2️⃣4️⃣Hours to go ⏰#JaanJaanMohammedan#BlackPanthers#MissionILeague pic.twitter.com/DA2Wn8TGEZ
— Mohammedan SC (@MohammedanSC) January 8, 2021
ডিফেন্সে কিংসলে, মাঝমাঠে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইঞাঁ আর সামনে রাফায়েল। শনিবার শুরু থেকে খেলতে পারেন তিন বিদেশিই। এখনও খেলার জন্য পুরোপুরি তৈরি নন লা লিগা খেলে আসা ফাতাউ। চার বিদেশির পাশাপাশি শঙ্করলালের ভরসা অরিজিৎ বাগুই, নিখিল কদমের মত ময়দানের চেনা মুখ। বছরের শেষে শিল্ড ফাইনালে উঠতে পারেনি মহমেডান। তবে নতুন বছরে সমর্থকদের ভালো শুরুরই আশ্বাস দিচ্ছেন মহমেডান টিডি শঙ্করলাল। মোহনবাগানের প্রাক্তন কোচ বলছেন, “মহমেডান আমার কাছে একটা ফুটবল ক্লাব নয়। একটা প্রতিষ্ঠানের মতো। জয় দিয়ে শুরু করে সমর্থকদের আবেগকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন:অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত
মহমেডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সুদেভা এফসি আই লিগেরর মঞ্চে নতুন। দলের সবাই ভারতীয়। তা সত্বেও দিল্লির দলকে হালকা নিতে নারাজ সাদা-কালো শিবির। কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে গোকুলামকে হারিয়েছেন পিন্টু মাহাতো, কেন লুইসরা। তাই শনিবার দুপুরে আই লিগের শুরুতেই হাড্ডাহাড্ডি লডা়ইয়ের অপেক্ষায় শহরের ফুটবলপ্রেমীরা।
নতুন শুরু মহমেডানের। সাত বছর পর আই লিগে ফিরছে সাদা-কালো শিবির। শনিবার যুবভারতীতে মহমেডানের সামনে আই লিগের নবাগত দল সুদেভা এফসি। আই লিগের জন্য দলের স্প্যানিশ কোচের সঙ্গে শঙ্করলাল চক্রবর্তীকে টিডি হিসেবে জুড়়ে দিয়েছেন মহমেডান কর্তারা। তবে কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে দল গুছোনোর জন্য সেভাবে সুযোগ পাননি মোহনবাগানের প্রাক্তন কোচ। কোভিড প্রোটোকলের জন্য সব ফুটবলারকেও একসঙ্গে পাওয়াও যায়নি। হাতে গোনা কয়েকদিন অনুশীলন করেই আই লিগে মাঠে নামতে হচ্ছে মহমেডানকে। দল পুরোপুরি তৈরি নয়, মেনে নিয়েও শঙ্করলাল বলছেন, “সবাই মিলে প্রথম ম্যাচটা উতরে দেওয়ার চেষ্টা করব। কোচকে গাইড করছি। সহযোগিতাও করছি।”
2️⃣4️⃣Hours to go ⏰#JaanJaanMohammedan#BlackPanthers#MissionILeague pic.twitter.com/DA2Wn8TGEZ
— Mohammedan SC (@MohammedanSC) January 8, 2021
ডিফেন্সে কিংসলে, মাঝমাঠে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইঞাঁ আর সামনে রাফায়েল। শনিবার শুরু থেকে খেলতে পারেন তিন বিদেশিই। এখনও খেলার জন্য পুরোপুরি তৈরি নন লা লিগা খেলে আসা ফাতাউ। চার বিদেশির পাশাপাশি শঙ্করলালের ভরসা অরিজিৎ বাগুই, নিখিল কদমের মত ময়দানের চেনা মুখ। বছরের শেষে শিল্ড ফাইনালে উঠতে পারেনি মহমেডান। তবে নতুন বছরে সমর্থকদের ভালো শুরুরই আশ্বাস দিচ্ছেন মহমেডান টিডি শঙ্করলাল। মোহনবাগানের প্রাক্তন কোচ বলছেন, “মহমেডান আমার কাছে একটা ফুটবল ক্লাব নয়। একটা প্রতিষ্ঠানের মতো। জয় দিয়ে শুরু করে সমর্থকদের আবেগকে মর্যাদা দেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন:অস্ট্রেলিয়াকে চিঠি পাঠিয়ে প্রতিশ্রুতি চাইল ভারত
মহমেডানের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সুদেভা এফসি আই লিগেরর মঞ্চে নতুন। দলের সবাই ভারতীয়। তা সত্বেও দিল্লির দলকে হালকা নিতে নারাজ সাদা-কালো শিবির। কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে গোকুলামকে হারিয়েছেন পিন্টু মাহাতো, কেন লুইসরা। তাই শনিবার দুপুরে আই লিগের শুরুতেই হাড্ডাহাড্ডি লডা়ইয়ের অপেক্ষায় শহরের ফুটবলপ্রেমীরা।