Mohun Bagan Super Giant: পঞ্জাবের বিরুদ্ধে ডার্বির প্রস্তুতি, বলছেন মোহনবাগান কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 06, 2023 | 5:13 PM

Durand Cup: টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সবুজ-মেরুন শিবির বাংলাদেশ আর্মি ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। অন্যদিকে কলকাতা লিগেও মোহনবাগানের জুনিয়ররা অনবদ্য খেলছে। এ বার ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডার্বির প্রস্তুতি সেরে নিতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস।

Mohun Bagan Super Giant: পঞ্জাবের বিরুদ্ধে ডার্বির প্রস্তুতি, বলছেন মোহনবাগান কোচ
পঞ্জাবের বিরুদ্ধে ডার্বির প্রস্তুতি, বলছেন মোহনবাগান কোচ

Follow Us

কলকাতা: এ বারের ডুরান্ড কাপ যাত্রার শুরুটা মোহনবাগানের (Mohun Bagan) দারুণ হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সবুজ-মেরুন শিবির বাংলাদেশ আর্মি ক্লাবকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল। অন্যদিকে কলকাতা লিগেও মোহনবাগানের জুনিয়ররা অনবদ্য খেলছে। এ বার ডুরান্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডার্বির প্রস্তুতি সেরে নিতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস। ডুরান্ডের প্রথম ম্যাচে মোহনবাগান টিমকে কোচিং করাননি হেড কোচ হুয়ান ফেরান্দো। তাঁর সহকারী কোচ বাস্তব রায় সেই ম্যাচে মোহনবাগানের দায়িত্বে ছিলেন। এ বার দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের কোচের দায়িত্বে ফিরেছেন ফেরান্দো। ডুরান্ডে মোহনবাগান সুপার জায়ান্টের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ পঞ্জাব এফসি। তার আগে মোহনবাগান সিনিয়র টিমের কোচ হুয়ান ফেরান্দো কী বলছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

সবুজ-মেরুনের হেড কোচ বলেন, ‘পঞ্জাব আইএসএলের ক্লাব। গত বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই এ বার আইএসএলে খেলবে। ওদের আক্রমণভাব বেশ শক্তিশালী। আগের মরসুমে ওদের বেশ কয়েকটা ম্যাচ দেখেছিলাম। তবে এ বারের দলটা আলাদা। নিশ্চয়ই আরও শক্তিশালী হয়েছে দলটা। ফলে ওদের বিরুদ্ধে খেলতে নামার আগে আমাদের শক্তি বাড়িয়ে নামতে হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে ১০ দিন পর যুবভারতীতে আমাদের এএফসি কাপের খেলা রয়েছে। এ বারের এএফসি কাপ আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।’

ফেরান্দো আরও বলেন, ‘আমাদের টিমের জুনিয়র ফুটবলাররা খুব ভালো খেলছে। ৭টা ম্যাচ খেলেছে এবং এখনও অপরাজিত। বাস্তব দলটাকে বেশ ভালোভাবে তৈরি করেছে। এর জন্য ওকে কৃতিত্ব দিতেই হবে। যুব দলের প্রায় সব ম্যাচই আমি দেখেছি। এই টিমটার বেশ কিছু ফুটবলার আমার নজর কেড়েছে। ওদের সঙ্গে কিছু সিনিয়র ফুটবলারদের রেখে দল নামাব। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। কিশোরভারতীর মাঠে আমরা অনেক দিন খেলিনি। স্টেডিয়াম ও মাঠের অবস্থা কেমন তা বুঝতে পারব মাঠে নামলে। সামনেই ডার্বি রয়েছে। তার ৪দিন পর এএফসি কাপ। তাই কোও ঝুঁকি নিতে চাই না।’

Next Article