ISL 2022 : লিগের দ্বিতীয় স্থানে উঠে আসার চ্যালেঞ্জ মোহনবাগানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2022 | 10:30 AM

Mohun Bagan: হুয়ান ফেরান্ডোর স্বস্তি একটা জায়গাতেই, দলের ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসোর ফর্ম। দুরন্ত ছন্দে আছেন বাগানের গোয়ান ফুটবলার। পাশাপাশি আগের ম্যাচে গোল পেয়েছেন মনবীর সিংও।

ISL 2022 : লিগের দ্বিতীয় স্থানে উঠে আসার চ্যালেঞ্জ মোহনবাগানের
বাগানের নতুন ভরসা লিস্টন কোলাসো। Pics Courtesy: Twitter

Follow Us

পানাজি: একদিনে নটি ম্যাচ অপরাজিত থাকা মোহনবাগান (Mohun Bagan)। অন্যদিকে টানা নটি ম্যাচে জয় না পাওয়া নর্থইস্ট ইউনাইটেড এফসি (North East United FC)। আজ সন্ধায় ফতোরদায় মুখোমুখি দুই দল। আইএসএলের (ISL) দ্বিতীয় ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হোঁচট খেয়েছিল হুয়ান ফেরান্দোর মোহনবাগান। কিন্তু শেষ ম্যাচে লিগ শীর্ষে থাকা হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের দৌড়ে ফিরে এসেছে সবুজ মেরুন ব্রিগেড। আজ জিততে পারলেই লিগের দ্বিতীয় স্থানে উঠে আসবে হুয়ান ফেরান্দোর দল। যদিও শীর্ষে থাকা হায়দরাবাদ এফসির থেকে তিনটি ম্যাচ কম খেলেছেন লিস্টন কোলাসোরা।

প্রশ্ন একটাই রয় কৃষ্ণা (Roy Krishna) কি মাঠে নামবেন। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ১৮ জবের দলেও ছিলেন না রয়। তবে মোহনবাগান শিবির আশাবাদী শনিবারের ম্যাচে রয়কে কিছুক্ষণের জন্য হলেও মাঠে পাওয়া যাবে। হুয়ান ফেরান্ডোর স্বস্তি একটা জায়গাতেই, দলের ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসোর ফর্ম। দুর্নত ছন্দে আছেন বাগানের গোয়ান ফুটবলার। পাশাপাশি আগের ম্যাচে গোল পেয়েছেন মনবীর সিংও। সন্দেশ ঝিঙ্গনকে নিয়েও চলছে জল্পনা। তবে কোচ হিয়ানের মতে এখনও মাঠে নামার মত জায়গায় পৌঁছাননি। তাই আরও কিছুটা সময় মাঠের বাইরেই কাটাতে হবে ভারতীয় দলের সেরা ডিফেন্ডারকে।

খালিদ জামিলের (Khalid Jamil) নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একেবারেই ছন্দে নেই। একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে খালিদের পরিকল্পনা। আত্মবিশ্বাসের তলানিতে দাঁড়িয়ে উত্তর পূর্বের দল। তবে সাবধানী মোহনবাগান কোচ। লিগ শেষ পর্যায়ে। এই অবস্থায় একটা দুটো ম্যাচে পয়েন্ট হাতছাড়া হলে প্লে-অফের দৌড়ে ধাক্কা খেতে হতে পারে। কারণ লিগ টেবিলে প্রথম চারের দৌড়ে থাকা দুলগুলোর মধ্যে পয়েন্টের পার্থক্য যে খুব কম।

 

আরও পড়ুন : Virat Kohli: মাঠে এ বার ‘পুষ্পা’র শ্রীবল্লির স্টেপ করলেন বিরাট, দেখুন ভিডিও

Next Article