Mohun Bagan: ডিফেন্সে ডামাডোল! ২-০ এগিয়ে থেকে ১ পয়েন্ট মোহনবাগানের

Sep 13, 2024 | 10:36 PM

Indian Super League: ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হার। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য ছিল। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়েও ছিল মোহনবাগান। যদিও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না।

Mohun Bagan: ডিফেন্সে ডামাডোল! ২-০ এগিয়ে থেকে ১ পয়েন্ট মোহনবাগানের
Image Credit source: PTI

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরসুম শুরু। এ বারের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি। গত আইএসএলে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। নকআউট চ্যাম্পিয়নের খেতাব অবশ্য ধরে রাখতে পারেনি। এ বার ডুরান্ড কাপে দুর্দান্ত পারফর্ম করলেও ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হার। ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা দুর্দান্ত করাই লক্ষ্য ছিল। ঘরের মাঠে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২-০ গোলে এগিয়েও ছিল মোহনবাগান। যদিও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না।

ম্যাচের মাত্র ১০ মিনিটেই লিড নেয় মোহনবাগান। লিস্টন কোলাসোর পাস কামিংস অবধি পৌঁছনোর আগেই তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। অল্প সময়ের ব্যবধানেই স্কোরলাইন ২-০ করেন আলবের্তো। ২৮ মিনিটেই অ্যাডভান্টেজ মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মুম্বই সিটি এফসি। শর্ট কর্নার, সেন্টার। মোহনবাগান বক্সে ভিড়ের মাঝে বল পান প্রাক্তনী তিরি। আত্মঘাতী গোলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন। গোল শোধ করে ভরসা দিলেন মুম্বই সিটি এফসি প্লেয়ার। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে ক্রৌমার গোলে ২-২ করে মুম্বই সিটি এফসি।

এই খবরটিও পড়ুন

গত মরসুমে কোচ বদল হয়েছিল মোহনবাগানের। হুয়ান ফেরান্দোকে মাঝপথেই সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব নিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাবাস। এ মরসুমে মোহনবাগান ফিরিয়েছে অতীতে এটিকে-কে কোচিং করানো হোসে মোলিনাকে। তবে রক্ষণ ভাগ যে এখনও গুছিয়ে উঠতে পারেননি, তা পরিষ্কার। ডুরান্ডেও সেই পরিস্থিতি দেখা গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে অবশ্য সবে যাত্রা শুরু। তবে এগিয়ে থেকেও মাত্র ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা হতাশার।

Next Article