FIFA World Cup 2022: চলছিল মহারণের বিশ্লেষণ, মায়ের মৃত্যুর খবরে মাথায় বাজ ভেঙে পড়ল নাদিয়ার!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2022 | 10:00 AM

ড্যানিশ তারকা নাদিয়া তাঁর মায়ের মৃত্যুর খবর পেয়ে রীতিমতো ভেঙে পড়েছেন।

FIFA World Cup 2022: চলছিল মহারণের বিশ্লেষণ, মায়ের মৃত্যুর খবরে মাথায় বাজ ভেঙে পড়ল নাদিয়ার!
চলছিল মহারণের বিশ্লেষণ, মায়ের মৃত্যুর খবরে মাথায় বাজ ভেঙে পড়ল নাদিয়ার!

Follow Us

দোহা: কাতারে চলছে ফুটবলের মহাযুদ্ধ। গোটা বিশ্ব মেতে উঠেছে বিশ্বকাপে (FIFA World Cup 2022)। আর সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের বিশ্লেষণ করারও একটা আলাদা মজাই থাকে। যাঁরা বিশ্বকাপের খুঁটিনাটি নিয়ে বিশ্লেষণ করে থাকেন, তাঁদের একটা আলাদা অনুভূতি হয়। তবে কোনও ম্যাচের বিশ্লেষণ করার সময়ই হঠাৎই কোনও দুঃসংবাদ আসে? তা হলে কি তখনও ক্যামেরার সামনে গোল, ট্যাকেল এই সব বিষয়ে কথা বলা যায়? ইউরোপের মহিলা ক্লাব ফুটবলের অত্যন্ত পরিচিত মুখ নাদিয়া নাদিম (Nadia Nadim)। চলতি বিশ্বকাপে তিনি ITV-র হয়ে ম্যাচ বিশ্লেষণ করছেন। ডেনমার্ক ও তিউনিশিয়ার ম্যাচ চলাকালীন তিনি হঠাৎ করেই তাঁর মায়ের মৃত্যুর খবর পান। সঙ্গে সঙ্গে স্টুডিয়ো ছেড়ে বেরিয়ে যান তিনি। নাদিয়ার মন কেমন, তুলে ধরল TV9Bangla

আফগানিস্তানে জন্ম নাদিয়ার। তিনি ইউরোপের মহিলা ক্লাব ফুটবলে বেশ পরিচিত। নাদিয়া বর্তমানে ম্যাঞ্চেস্টার সিটিতে খেলেছেন। তিনি ডেনমার্কের জাতীয় দলের হয়েও খেলেন। কাতার বিশ্বকাপে ডেনমার্ক ও তিউনিশিয়ার ম্যাচ চলাকালীন নাদিয়া তাঁর মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর, ব্রডকাস্টের মাঝেই স্টুডিয়ো ছেড়ে বেরিয়ে যান।

মায়ের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েন নাদিয়া। মায়ের মৃত্যুর পর তাঁর জীবনে যেন কালো ছায়া নেমে এসেছে। ইন্সটাগ্রামে এক হৃদয়গ্রাহী পোস্টে নাদিয়া লিখেছেন, “মঙ্গলবার সকালে আমার মা ট্রাক দুর্ঘটনায় মারা গিয়েছেন। জিম থেকে ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমি এই মুহূর্তে যা অনুভব করছি, তা শব্দ দিয়ে বর্ণনা করতে পারছি না। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারিয়েছি এবং এটি ভীষণ আকস্মিক এবং অপ্রত্যাশিত। তাঁর বয়স মাত্র ৫৭ বছর। তিনি একজন যোদ্ধা ছিলেন। তিনি তাঁর জীবনের প্রতিটা মুহূর্ত লড়াই করে গিয়েছিলেন। তিনি আমাকে একবার নয় দু’বার জীবন দিয়েছে। আমি যা হতে পেরেছি তাঁর জন্যই। আমি আমার বাড়িটাই হারিয়েছি এবং এই অনুভূতিটার সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। কেন এভাবে হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেলেন তিনি তা আমি মেনে নিতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি এবং আমি জানি, আমি তোমাকে আবার দেখতে পাব।”

নাদিয়া সব সময় তাঁর মাকে পাশে পেয়েছিলেন। পেশাদার ফুটবল খেলার পাশাপাশি চলতি বছরের জানুয়ারিতে নাদিয়া সফল ভাবে ডাক্তারিতেও পাস করেছেন।

ড্যানিশ তারকা নাদিয়া তাঁর মায়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছিলেন। এমন দুঃখের সময়ে তিনি যাদের পাশে পেয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন। ইন্সটাগ্রামে নাদিয়া সকলকে তাঁর মায়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। ২৫ নভেম্বর সকাল ৯.৩০ নাগাদ হবে নাদিয়ার মায়ের শেষকৃত্য।

Next Article