দোহা: আজ রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্বকাপের (FIFA World Cup) দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের মাঠে এই নিয়ে ষষ্ঠ বারের মতো সাক্ষাৎ হবে দুই দেশের। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার (Argentina) কাছে পরাজিত হয়েছিল ডাচরা। সেই বদলা নিতে মরিয়া লুই ভ্যান গালরা। নেদারল্যান্ডসের পথে সবচেয়ে বড় বাধা হতে পারেন লিওনেল মেসি। বিশ্বের অন্য়তম সেরা ফুটবলারকে নিয়ে যে কোনও প্রতিপক্ষরই বাড়তি মাথা ব্যথা থাকে। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে (Lionel Messi) নিয়ে কী বললেন ডাচ কোচ ভ্যান গাল? তুলে ধরল TV9 Bangla।
বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের পরিসংখ্যান যদি বিচার করা হয় তবে দুই দলেরই পরিসংখ্যান সমান। পাঁচটির মধ্যে দুটি করে জয়। কাতার বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই দলেরই পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশ্বকাপের শুরুটা মেসিদের ভাল না হলেও পরে মেসি ম্যাজিকে সবটা সামলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। দুই দলেই রয়েছেন সব তারকা ফুটবলাররা। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্ব সবটা জুড়েই দুই দলের পারফরম্যান্স দুর্দান্ত। বড় ম্যাচের আগে ডাচ শিবিরে নাকি মেসিকে নিয়ে কোন উচ্চবাচ্যই নেই, এমনটিই শোনা গিয়েছিল নেদারল্যান্ডসের ডিফেন্ডার নাথান একের গলায়। দলের আর এক ডিফেন্ডার তথা অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইককে বলতে শোনা যায়, তাঁরা শুধু মেসি বা আলভারেজের বিরুদ্ধে খেলবেন না। তাঁদের লড়াইটা গোটা দলের বিরুদ্ধে। তবে ডাচ কোচ লুই ভ্যান গাল কিন্তু অন্য কথা বলছেন।
প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাউটেড কোচের মতে মেসি সাংঘাতিক ফুটবলার। শনিবারের ম্যাচের আগে ডাচ কোচ বলছেন, ‘মেসি যেমন মাঠের মধ্যে একাধিক সুযোগ তৈরি করতে পারেন, তেমনই সেই সুযোগকে কাজে লাগাতেও জানেন।’ তাঁর বক্তব্যে স্পষ্ট যে, ডাচ শিবিরে মেসিকে নিয়ে যথেষ্ট চাপ আছে। কারণ, নামটাই লিওনেল মেসি। তাঁর পায়ের জাদুতে কখন কী হয়ে যায় ভগবানেরও তা অজানা। তাই সবটা ভেবেই ডাচ শিবির প্রস্তুতি সেরেছে।