FIFA Women’s World Cup 2023: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, জয় দিয়ে মহিলাদের বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 20, 2023 | 4:09 PM

New Zealand vs Norway: নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে এ বারের মহিলাদের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও নরওয়ে। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল কিউয়িরা।

FIFA Womens World Cup 2023: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, জয় দিয়ে মহিলাদের বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড
জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, জয় দিয়ে মহিলাদের বিশ্বকাপ যাত্রা শুরু করল নিউজিল্যান্ড

Follow Us

অকল্যান্ড: ফিফা মহিলাদের বিশ্বকাপ (FIFA Women’s World Cup 2023) শুরু হল। এই প্রথম বার মহিলাদের ফুটবল বিশ্বকাপে ৩২টি দল অংশ নিয়েছে। এ বার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (New Zealand) যৌথ উদ্যোগে মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। অকল্যান্ডে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং নরওয়ে। মহিলাদের ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক কিউয়িরা জিতেছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক মাসের ফুটবল মহাযজ্ঞ শুরু হয়ে গেল। পুরুষদের ফুটবল বিশ্বকাপ নিয়ে যতটা মাতামাতি হয়, মহিলাদের ফুটবল বিশ্বকাপ নিয়ে তেমনটা হয় না। এই সবের মাঝেই নবম ফিফা মহিলা বিশ্বকাপ শুরু হল। মহিলাদের বিশ্বকাপের উদ্বোধন হওয়ার আগে আজ, ২০ জুলাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে বন্দুকবাজের হামলা হয়েছে। তাতে ৩ জন মারা গিয়েছেন এবং ৬ জন আহত হয়েছেন। ওই ঘটনার পর নিরাপত্তা আরও জোরাল করা হয়েছে। তবে নির্ধারিত সময়েই ফিফা মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নবম ফিফা মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দেখা গিয়েছে মাওরি উপজাতিদের নাচ। হাকা ওয়ার নাচও দেখা গিয়েছে ওপেনিং সেরেমনিতে।

অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড বনাম নরওয়ের উদ্বোধনী ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ৪২ হাজার ১৩৭ জন দর্শক। মেয়েদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল। এরপর দ্বিতীয়ার্ধ শুরু হতেই নরওয়ের জাল কাঁপান কিউয়ি তারকা স্ট্রাইকার হ্যানা উইলকিনসন। উদ্বোধনী ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনিই। পুরো ম্যাচ জুড়ে ২ দলই ২ বার করে শট নিয়েছিল। তার মধ্যে হ্যানার গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।

Next Article