রিও ডি জেনেইরো: কবে মাঠে ফিরবেন, তার নিশ্চয়তা নেই। নেইমার এখন হাঁটুর চোট ও অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে। ফুটবল কেরিয়ার নিয়ে ভক্তজনকে সুখবর শোনাতে পারছেন না। কিন্তু নেইমারের (Neymar) ব্যক্তিগত জীবনের মন ভালো খবর এল প্রকাশ্যে। বাবা হতে চলেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা। একগুচ্ছ ছবি শেয়ার করে এই সুখবর দিয়েছেন নেইমারের প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি। সেই ইনস্টা পোস্টে ট্যাগ করেছেন নেইমারকে। ছবিতে দেখা যাচ্ছে ব্রুনার বেবি বাম্পে চুমু খাচ্ছেন নেইমার। ব্রুনার (Bruna Biancardi) প্রথম প্রেগনেন্সি হলেও নেইমার আগেই বাবা হওয়ার স্বাদ পেয়েছেন। ১১ বছরের পুত্র সন্তান রয়েছে তাঁর। এ বার দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। আগত সন্তান ছেলে নাকি মেয়ে তা জানাননি ব্রুনা। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
২৮ বছরের ব্রুনা একজন ব্রাজিলিয়ান মার্কেটিং ম্যানেজার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ২০২১ সাল থেকে নেইমারের সঙ্গে সম্পর্কে রয়েছেন ব্রুনা। গতবছর অগাস্ট মাসে দু’জনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। এরপর ফের সম্পর্ক জোড়া লাগে। ব্রুনার সঙ্গে এনগেজমেন্টের ঘোষণা করলেও পরে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নেইমার। মনে করা হচ্ছে, দু’জনের মধ্যে বাগদান হয়ে গিয়েছে। ব্রুনার বাঁ হাতের অনামিকায় জ্বলজ্বল করছে বড় আংটি। এ বার সন্তানের অভিভাবক হতে চলেছেন ব্রাজিলের এই চর্চিত কাপল। ইনস্টাগ্রামে ব্রুনা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, নেইমারের পরনে সাদা টি শার্ট, নীল শর্টস এবং নীল টুপি। পায়ের চোটের জায়গায় ব্যান্ডেজ। ব্রুনার খোলা বেবি বাম্পে চুমু খাওয়ার পোজ দিয়েছেন নেইমার।
নেইমারের প্রেমিকা মোট পাঁচ খানা ছবি দিয়ে বিশাল এক পোস্ট করেছেন। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “তোমাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, তোমার আগমনের জন্য পরিকল্পনা করি। তুমি এসেছ আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য। আমাদের দিনগুলিকে আরও আনন্দময় করে তোলার জন্য। তুমি এমন একটা পরিবারে আসতে চলেছ যেখানে তোমার ভাই, দাদু-দিদা, আঙ্কেল, আন্টিরা তোমায় এখন থেকেই খুব ভালোবাসে। খুব তাড়াতাড়ি এসো। আমরা তোমার অপেক্ষায়।”