FIFA World Cup 2026: চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার, ব্রাজিল হারল উরুগুয়ের কাছে

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Oct 18, 2023 | 3:53 PM

FIFA World Cup Qualifier: চোট আঘাতের মধ্য গত কয়েকটা মরসুম কাটাতে হয়েছে নেইমারকে। বিশ্বকাপেও তিনি চোট পেয়েছিলেন। শেষ পর্যন্ত চোট কাটিয়ে ফেরেন মাঠে। কিন্তু টিমকে কাঙ্খিত সাফল্য দিতে পারেননি। নেইমারের ফের চোট পাওয়া স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলছে ব্রাজিল শিবিরকে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ পিছিয়ে পড়ল ব্রাজিল। চার ম্যাচে একটি করে হার ও ড্র এবং দুটিতে জয় পেয়ে, ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা হয়েছে নেইমারদের।

FIFA World Cup 2026: চোট পেয়ে মাঠ ছাড়লেন নেইমার, ব্রাজিল হারল উরুগুয়ের কাছে
ব্রাজিলিয়ান তারকা নেইমার

Follow Us

উরুগুয়ে: কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টায় ব্রাজিল (Brazil)। কিন্তু ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেও তেমন সাড়া ফেলতে পারছে না সেলেকাওরা। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র। আর শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হারতে হল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। ৪২ মিনিটে দারউইন নুনেজের গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ২২ বছর পর ব্রাজিলকে হারিয়ে সপ্তম স্বর্গে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ চলাকালীন গুরুতর চোট পান নেইমার। কী ভাবে জয় পেল উরুগুয়ে? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আজ , বুধবার সকালে ঘরের মাঠ এস্তাদিও সেন্তেনারিওতে বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের মুখোমুখি হয় উরুগুয়ে। ব্রাজিলের বিপক্ষে ২-০ জয় পেয়েছে তারা। দলের হয়ে অনবদ্য় গোল দুটি করেন ডারউইন নুনেজ ও নিকোলাস ডি লা ‍ক্রুজ। বিশ্বকাপের বাছাই পর্বে ২২ বছর পর ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে উরুগুয়ে। গোটা ম্যাচে নেইমারদের পায়ে বল থাকলেও, প্রতিপক্ষের রক্ষণে ভাঙন ধরানোর মতো একটিই পরিস্থিতি তৈরি করতে পেরেছিল ব্রাজিল। ম্য়াচের ৪৫ মিনিটের মাথায় গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। চোট এতটাই গুরুতর যে মাঠ ছাড়ার সময় তাঁর চোখে দেখা যায় জ । নেইমারের পরিবর্তে মাঠে নামেন রিচার্লিসন। তবে সেই চেনা ছন্দে দেখা যায়নি ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি সেলেকাওদের। উল্টে ৭৭ মিনিটের নিকোলাসের গোলে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে উরুগুয়ে।

চোট আঘাতের মধ্য গত কয়েকটা মরসুম কাটাতে হয়েছে নেইমারকে। বিশ্বকাপেও তিনি চোট পেয়েছিলেন। শেষ পর্যন্ত চোট কাটিয়ে ফেরেন মাঠে। কিন্তু টিমকে কাঙ্খিত সাফল্য দিতে পারেননি। নেইমারের ফের চোট পাওয়া স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলছে ব্রাজিল শিবিরকে। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে বেশ পিছিয়ে পড়ল ব্রাজিল। চার ম্যাচে একটি করে হার ও ড্র এবং দুটিতে জয় পেয়ে, ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে জায়গা হয়েছে নেইমারদের।

Next Article