নেইমারের জোড়া গোল, ম্যান ইউকে হারিয়ে লাইফ লাইন পেল পিএসজি

sushovan mukherjee |

Dec 03, 2020 | 1:19 PM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (MANU) তাদের ঘরের মাঠেই হারাল প্যারিস সেইন্ট জার্মেইন (PSG)। জোড়া গোল করে ম্যাচের নায়ক নেইমার (Neymar)।

নেইমারের জোড়া গোল, ম্যান ইউকে হারিয়ে লাইফ লাইন পেল পিএসজি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ডিফেন্সকে হারিয়ে নেইমারের গোল। ছবি সৌজন্যে - টুইটার (পিএসজি)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League ) অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে (MANU) হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লাইফ লাইন পেল প্যারিস সেইন্ট জার্মেইন (PSG)। জোড়া গোল করে দলকে অক্সিজেন দিলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার (Neymar)। ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হার ১-৩ গোলে। বুধবার রাতে পিএসজির জয়ের ফলে গ্রুপ এইচের তিন দল এখন ৫ ম্যাচ খেলে ৯ পয়েন্টে দাঁড়িয়ে।

 

 

সোলসজায়ারের দলের ডিফেন্স ভেঙে ম্যাচে প্রথম গোলটি করলেন নেইমার। খেলার বয়স তখন ৬ মিনিট। ম্যাচের ৩২ মিনিটে রেড ডেভিলসদের হয়ে ব্যবধান মিটিয়ে দেন মার্কোস ব়্যাশফোর্ড। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলেই। ৬৯ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোল মারকিউনোসহের। এক মিটিরে মধ্যেই সোলসজায়ারের বিপদ আরও বাড়ান মিডিও ফ্রেড। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় তাঁকে। ম্যাচের ইনজুরি টাইমে নিজের দ্বিতীয়, ও দলের তৃতীয় গোল করেন নেইমার।

আরও পড়ুন – ৭৫০ গোলের মাইলস্টোনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দুই দলের পরের পর্বে যাওয়া এখন নির্ভর করছে গ্রুপ লিগের শেষ ম্যাচের ওপর। নেইমারের পিএসজি খেলবে দুর্বল ইস্তানবুল বাসাকেসিরের বিরুদ্ধে। সেখানে পল পোগবাদের খেলতে হবে জার্মান ক্লাব লিপজিগের বিরুদ্ধে। ফুটবল বিশেষজ্ঞদের মতে কাজটা কঠিন ম্যাঞ্চেস্টারের। কারণ প্রতিপক্ষ যেমন কঠিন, তেমনই অগোছালো রেড ডেভিলসরাও ।

Next Article