৭৫০ গোলের মাইলস্টোনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নতুন রেকর্ড গড়লেন ক্রিশ্চায়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) । কেরিয়ারের ৭৫০ গোল (750th goal) করার নজির সিআর সেভেনের। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে (UEFA Champions League) ডায়নামো কিয়েভের বিরুদ্ধে গোল করে নতুন নজির গড়লেন রোনাল্ডো।
TV9 বাংলা ডিজিটাল – বর্তমানে সময়ের ফুটবলে তিনি লেজেন্ড। জাতীয় দলের জার্সি হোক বা ক্লাব ফুটবল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডের (Cristiano Ronaldo) উপস্থিতি প্রতিপক্ষ ডিফেন্সে কাঁপুনি ধরাতে বাধ্য। তাঁর রেকর্ড বই সেই কথা বলে। বুধবার রাতে সিআরসেভেনের রেকর্ড বইতে যুক্ত হল আরও একটি পাতা। কেরিয়ারের ৭৫০ গোল (750th goal) করার মাইলস্টোন ছুঁয়ে ফেললেন পর্তুগালের নায়ক। মাইলস্টোন ছোঁয়ার গোলটা রোনাল্ডো সুলভ না হলেও ক্ষতি নেই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ম্যাচে নতুন এই রেকর্ড গড়লেন রোনাল্ডো। তাঁর দল জুভেন্তাসও (Juventus) জিতল দাপটের সঙ্গে। ৩-০ গোলে তারা উড়িয়ে দিল প্রতিপক্ষ ডায়নামো কিয়েভকে। রোনাল্ডো ছাড়াও গোল পেলেন ফ্রেডরিকো এবং আলভারো মোরাতা।
??? goals, ??? happy moments, ??? smiles in the faces of our supporters. Thank you to all the players and coaches that helped me reach this amazing number, thank you to all my loyal opponents that made me work harder and harder everyday. pic.twitter.com/ZuS4GDOzeh
— Cristiano Ronaldo (@Cristiano) December 2, 2020
রোনাল্ডোর পেশাদার ফুটবলের যাত্রা শুরু হয়েছিল পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। সেখানে ৫ গোল করেছিলেন তিনি। তারপর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮টি, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল ও বর্তমান ক্লাব জুভেন্তাসের হয়ে ৭৫ গোল করেছেন সিআর সেভেন। একই সঙ্গে জাতীয় দলের জার্সিতেও গোলের সেঞ্চুরি করেছেন তিনি। পর্তুগালের হয়ে রোনাল্ডোর গোলের সংখ্যা ১০২।
Proud to have hosted a #UCL “first” for Stéphanie Frappart at the Allianz Stadium! ?#JuveDynamo pic.twitter.com/ujyHDlueGM
— JuventusFC (@juventusfcen) December 2, 2020
আরও পড়ুন – ডিসেম্বরে সৌরভ-জয়ের ভাগ্যপরীক্ষা !
সিআর সেভেনের নতুন রেকর্ডের পাশাপাশি বুধবার রাতে জুভেন্তাস- ডায়নামো কিয়েভ ম্যাচ থেকে শুরু হল এক নতুন অধ্যায়। এই প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেফারিং করলেন একজন মহিলা রেফারি। ফ্রান্সের স্টাফানি ফ্রাপার্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তাঁর নামটাও সোনার হরফেই লেখা থাকবে।