মেসিকে ছাড়াই বার্সেলোনার জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ম্যাচে ফেরেঙ্কভারোসকে (Ferencvaros) ৩-০ গোলে হারাল বার্সেলোনা (Barcelona) । চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৫ ম্যাচে জয় রোনাল্ড কোমানের দলের। ৫ ম্যাচ জিতে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছেন মেসিরা।

| Edited By: | Updated on: Dec 03, 2020 | 1:29 PM
ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনার (Barcelona) হয়ে প্রথম গোল করেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।

ম্যাচের ১৪ মিনিটে বার্সেলোনার (Barcelona) হয়ে প্রথম গোল করেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান।

1 / 5
ম্যাচের ২০ মিনিটে গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান মার্টিন ব্রেথওয়েট। বার্সেলোনার হয়ে শেষ ৩ ম্যাচে ৪ টি গোল করলেন মার্টিন ব্রেথওয়েট।

ম্যাচের ২০ মিনিটে গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান মার্টিন ব্রেথওয়েট। বার্সেলোনার হয়ে শেষ ৩ ম্যাচে ৪ টি গোল করলেন মার্টিন ব্রেথওয়েট।

2 / 5
২৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ৩ নম্বর গোল ফরাসি তারকা দেম্বেলের।

২৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ৩ নম্বর গোল ফরাসি তারকা দেম্বেলের।

3 / 5
বার্সেলোনা (Barcelona) জার্সিতে পরপর ৩ ম্যাচেই গোল পেলেন ফরাসি তারকা  গ্রিজম্যান।

বার্সেলোনা (Barcelona) জার্সিতে পরপর ৩ ম্যাচেই গোল পেলেন ফরাসি তারকা গ্রিজম্যান।

4 / 5
চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ৫ টি ম্যাচেই জিতলেও শেষ ১৬-তে বার্সেলোনার পৌঁছনো এখনও নিশ্চিত নয়।জুভেন্টাসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর তা পরিস্কার হবে। (ছবি সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ পর্বের ৫ টি ম্যাচেই জিতলেও শেষ ১৬-তে বার্সেলোনার পৌঁছনো এখনও নিশ্চিত নয়।জুভেন্টাসের বিরুদ্ধে শেষ ম্যাচের পর তা পরিস্কার হবে। (ছবি সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

5 / 5
Follow Us: