FIFA World Cup 2022: ব্রাজিলের জার্সিতে কি আর দেখা যাবে না নেইমারকে?
ব্রাজিলের হেক্সা মিশন সফল না হওয়ায়, এ বার নেইমার আর ব্রাজিলের জার্সি গায়ে চাপাবেন কিনা সেই প্রশ্ন জোরাল হচ্ছে।

দোহা: চলতি কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের (Brazil) বিদায়ের পর এ বার নেইমারকে (Neymar) ঘিরে জল্পনা তুঙ্গে। এ বারের বিশ্বকাপের আগেই নেইমার ঘোষণা করেছিলেন, তাঁর এটাই শেষ বিশ্বকাপ হতে পারে। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে সেলেকাওদের। ফলে ব্রাজিলের হেক্সা মিশন সফল না হওয়ায়, এ বার নেইমার আর ব্রাজিলের জার্সি গায়ে চাপাবেন কিনা সেই প্রশ্ন জোরাল হচ্ছে। পাশাপাশি সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেই তৈরি করলেন জল্পনা। সেই তথ্যই তুলে ধরল TV9Bangla।
Neymar played three World Cups with three of the worst teams in Brazilian history, but they were always favorites because they had Neymar.
They always let Neymar down, no matter how hard he tried, and in the end he was the one to blame.
Football is brutal. pic.twitter.com/kCTP6TqFSx
— Caroline Dove (@CarolineDove5) December 10, 2022
ব্রাজিলের হারের পর অঝোর ধারায় কাঁদতে দেখা গিয়েছে নেইমারকে। দলের সতীর্থরা যেন কোনওভাবেই নেইমারের কান্না থামাতে পারছিলেন না। শেষ চারে উঠতে না পারার কষ্টটা কোচ তিতে থেকে ব্রাজিলের প্রত্যেকটা ফুটবলারের চোখে-মুখে ফুটে উঠছিল। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, “জাতীয় দলের দরজা আমি বন্ধ করছি না। কিন্তু আমি ১০০ শতাংশ গ্যারান্টিও দিতে পারছি না যে আমাকে ফের ব্রাজিলের জার্সিতে দেখা যাবে।”
নেইমারের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে প্রশ্ন, তবে কি সেলেকাও সংসারে অতীত হয়ে যাবেন নেইমার? যদিও ফুটবলমহলের দাবি, সদ্য বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হয়েছে দলের, তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে নেইমারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হারের পর নেইমার বলেন, “ম্যাচের শেষে সত্যি আমার খুব খারাপ লেগেছে। যা চলছে, এটা মেনে নেওয়া খুব কঠিন। আমার কাছে এটা কোনও দুঃস্বপ্নের থেকে কম নয়। তাই এটা আমি তো বিশ্বাসই করতে পারছি না।”
