ATK Mohun Bagan: ওডিশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১ পয়েন্ট সবুজ মেরুনের

Juan Ferrando: সবুজ মেরুনের পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ২৪ ডিসেম্বর গুয়াহাটিতে ম্যাচ। লক্ষ্য অবশ্যই তিন পয়েন্ট। ওডিশার বিরুদ্ধে চোট সমস্য়ার জন্য়ই ভুগতে হয়েছে, এমনটাই বলছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।

ATK Mohun Bagan: ওডিশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১ পয়েন্ট সবুজ মেরুনের
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2022 | 12:08 AM

ভুবনেশ্বর : অ্যাওয়ে ম্যাচে জয় এল না। তবে খালি হাতেও ফিরছে না এটিকে মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিক করেছিল। ওডিশা এফসির বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে ফিরছে এটিকে মোহনবাগান। অন্য দিকে, ওডিশা এফসি ঘরের মাঠে অপরাজিত থাকলেও একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখতে পারল না। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশা এফসি বনাম এটিকে মোহনবাগান গোলশূন্যই থাকল। তবে ম্যাচের শেষ দিকে উত্তেজনাও থাকল। দু-দলের ফুটবলাররা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। যা হাতাহাতি পর্যন্ত পৌঁছয়। ম্যাচ রিপোর্ট TV9Bangla-য়।

সাউল ক্রেসপোর চোট এবং নন্দকুমার সেকর কার্ড সমস্য়া না থাকায় ওডিশার প্রথম একাদশে সুযোগ পান ইসাক চাকচুয়াক ও পেড্রো মার্টিন। এটিকে মোহনবাগান প্রথম একাদশে রাখেনি হুগো বোমাসকে। ২০ বছরে স্ট্রাইকার ফারদিন মোল্লা মরসুমে প্রথম শুরু থেকে খেলার সুযোগ পেলেন। রক্ষণে ব্রেন্ডন হ্যামিল ফেরেন। লেনি রড্রিগেজও প্রথম একাদশে ছিলেন না। বল পজেশনে ওডিশা এফসি ভালো জায়গায় থাকলেও অনবদ্য কিছু সুযোগ তৈরি করে এটিকে মোহনবাগান। যদিও স্কোরলাইনে তার কোনও প্রভাব পড়েনি। পরিসংখ্যান বলছে এটিকে মোহনবাগান ৮টি শট নেয়। কিন্তু গোলমুখী শট নিতে ব্যর্থ তারা।

ওডিশা এফসি ০

এটিকে মোহনবাগান ০

এই ম্যাচে ড্রয়ের ফলে ওডিশা এফসি চতুর্থ স্থানে উঠল। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল এটিকে মোহনবাগান। সবুজ মেরুনের পরের ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ২৪ ডিসেম্বর গুয়াহাটিতে ম্যাচ। লক্ষ্য অবশ্যই তিন পয়েন্ট। ওডিশার বিরুদ্ধে চোট সমস্য়ার জন্য়ই ভুগতে হয়েছে, এমনটাই বলছেন এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্য়াচ শেষে সবুজ মেরুন কোচ বলেন, ‘আমাদের দলে প্রচুর চোট সমস্যা। সে কারণেই পরিস্থিতি কঠিন হয়েছিল। মাত্র তিন বিদেশিকে ফিট পেয়েছি। ভারতীয় ফুটবলারদের মধ্যেও অনেককে পাইনি। মনবীর, এনজনদের চোট রয়েছে। তার মানে এই নয় যে, দলের বাকি ফুটবলারদের উপর ভরসা নেই। আমরা তিন পয়েন্টের লক্ষ্যেই নেমেছিলাম। প্রথমার্ধে ওডিশা খুব ভালো খেলেছে। দ্বিতীয়ার্ধে আমরা মরিয়া চেষ্টা করলেও গোল করতে পারিনি।’