একের লক্ষ্যে ৩ পয়েন্টের ছক হাবাসের

sushovan mukherjee |

Feb 05, 2021 | 6:24 PM

১৪ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ২ নম্বরে এটিকে মোহনবাগান

একের লক্ষ্যে ৩ পয়েন্টের ছক হাবাসের
ওড়িশা বধের লক্ষ্যে সবুজ-মেরুন। ছবি-এটিকে মোহনবাগান।

Follow Us

গোয়া: আইএসএলের শেষ ল্যাপে জমে উঠেছে লিগ তালিকার এক নম্বরে থাকার লড়াই। লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে ৬ পয়েন্টে পিছিয়ে সবুজ-মেরুন। যদিও এক ম্যাচ কম খেলেছে আন্তোনিও হাবাসের দল। তাই শনিবার লিগ তালিকার সবচেয়ে নীচে থাকা ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ মাস্ট উইন রয় কৃষ্ণাদের কাছে। আগের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পড়ার পরও রুদ্ধশ্বাস জয় পেয়েছিল মোহনবাগান। তাই ওড়িশা ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর হাবাস ব্রিগেড।

১৪ ম্যাচে ওড়িশার পয়েন্ট মাত্র ৮। মাত্র একটা ম্যাচ জিতেছে তারা। বরখাস্ত হয়েছেন চিফ কোচ। প্রতিপক্ষ ছন্নছাড়া হলেও সতর্ক হাবাস। প্রণয়-প্রীতমরা যাতে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পড়েন, সে ব্যাপারে সতর্ক স্প্যানিশ কোচ। অভিজ্ঞ কোচ পরিষ্কার বলছেন, ‘কাল ওড়িশা বিরুদ্ধে আমাদের মুম্বইয়ের মত কঠিন ম্যাচ ভেবে খেলতে হবে।’ দলে পরিবর্তন হলে বা কোচ পরিবর্তন হলে অনেক সময় মোটিভেশন বাড়ে। তাই হাবাস বলছেন, কালকের ম্যাচ তাদের কাছে মোটেই সহজ নয়।

কার্ড সমস্যায় ওড়িশার ম্যাচে নেই কার্ল ম্যাকহিউ। তবে চোট কাটিয়ে মাঠে ফিরছেন শুভাশিস বসু। ওড়িশার বিরুদ্ধে বাগানের মাঝমাঠে দেখা যেতে পারে গোয়া থেকে আসা লেনি রডগিরেজকেও। ৬ থেকে ১৪ তারিখের মধ্যে তিনটে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে। তাই রোটেশন পলিসিও মাথায় ঘুরছে হাবাসের।

আরও পড়ুন:কুলদীপকে বাদ দেওয়ায় সরব গম্ভীর, কাইফরা

কেরালা ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন রয় কৃষ্ণা। সবুজ-মেরুন জার্সিতে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন মার্সেলিনহোই। ওড়িশা ম্যাচে জোড়া ফলাই ভরসা মোহনবাগানের। প্রথম পর্বে রয় কৃষ্ণার গোলেই ওড়িশাকে হারিয়েছিল সবুজ-মেরুন।

Next Article