কুলদীপকে বাদ দেওয়ায় সরব গম্ভীর, কাইফরা
অনেক ক্রিকেট সমর্থকও ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে একহাত নিয়েছেন। ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে।
চেন্নাই: ফের বাদ পড়লেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চিপক টেস্টের সকালে ভারতের প্রথম একাদশ দেখে হতবাক ক্রিকেটমহল। কুলদীপের পরিবর্তে দলে শাহবাজ নাদিম। ২ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন কুলদীপ। তারপর থেকে দলে আর সুযোগই পাননি এই চায়নাম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধেও বাদ দেওয়া হল তাকে। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অবাক ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
আরও পড়ুন: মানবতা হরণ, চিনের উইন্টার অলিম্পিক বয়কটের ডাক
কুলদীপকে বাদ দেওয়া প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘একজন রিস্ট স্পিনারকে বাদ দেওয়ায় আমি সত্যিই আবাক হয়েছি। চিপকের এই উইকেটে কুলদীপ বড় ফ্যাক্টর হতে পারতেন। যা ম্যাচে ভারতকে ভালো জায়গায় রাখতে পারত। একজন রিস্ট স্পিনার কিভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। দু’জন অফস্পিনারকে দলে রাখার যৌক্তিকতা কি জানিনা। হয়তো ৭ কিংবা ৮ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ইশান্ত শর্মাকে দলে দেখেও আমি অবাক হয়েছি। ও অনেকদিন টেস্ট ক্রিকেট খেলেনি।’
Just two years ago, Kuldeep Yadav was touted as India’s first choice spinner in Tests. Now, he’s battling to stay afloat. But he needn’t look too far for inspiration. Ashwin & Pant too fought back from periods of self doubt. Stay strong Kuldeep!
— Mohammad Kaif (@MohammadKaif) February 5, 2021
শুধু গৌতম গম্ভীরই নন। কুলদীপ যাদবকে না রাখায় টুইটারে সরব হয়েছেন আরেক প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও। অনেক ক্রিকেট সমর্থকও ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে একহাত নিয়েছেন। ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে। উল্লেখ্য, ২ বছর আগে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন কুলদীপ যাদব।
আরও পড়ুন: লিভারপুলকে জার্মানিতে ঢুকতে দিল না প্রশাসন