ইশান্ত নয়, বুমরার সঙ্গী হোক সিরাজ
চিপকে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের আগে শরদিন্দু মুখোপাধ্যায়ের ডিজিটাল ডায়েরি
শরদিন্দু মুখোপাধ্যায়
অস্ট্রেলিয়া সফর অতীত। নজরে এবার ইংল্যান্ড সিরিজ। ঘরের মাঠে ইংল্যান্ডকে হারাতে পারলেই লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত। আর এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ভারতীয় দল। দীর্ঘদিন পর নেতা বিরাট কোহলি দলে ফিরছে। কোহলির অন্তর্ভুক্তিতে টিম ইন্ডিয়ার শক্তি নিঃসন্দেহে অনেকটা বৃদ্ধি পাচ্ছে। অনেকদিন পর দেশের মাঠে খেলতে নামছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার পরিবেশ, আবহাওয়ার সঙ্গে এখানকার পরিবেশের বিস্তর তফাত্। ইংল্যান্ড সম্প্রতি শ্রীলঙ্কায় খেলে এসেছে। উপমহাদেশের উইকেটে খেলে আসার সুবিধেটা নেওয়ার চেষ্টা করবে রুটরা। তবে ভারতীয় দল আত্মতুষ্টিতে ভুগবে না। তাই ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে সবরকম ভাবেই তৈরি থাকবে কোহলিরা।
A happy father ? A proud cricketer ?@imVkohli reflects on the joy of becoming a father and watching #TeamIndia win the Test series in Australia. ?? pic.twitter.com/h9sYQJ2kUb
— BCCI (@BCCI) February 4, 2021
চিপকে প্রথাগত ভাবে বল টার্ন করে। করোনা পরিস্থিতির জন্য এক বছরের উপর চিপকের ২২ গজে বল গড়ায়নি। চেন্নাইয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির কিছু ম্যাচ অনুষ্ঠিত হলেও চিপকে একটা খেলাও হয়নি। ঘরোয়া ক্রিকেট না হওয়ায় প্রথম থেকে বল টার্ন করবে কিনা সেটা দেখার বিষয়। উইকেটে যদি কম জল দিয়ে থাকে, তাহলে উইকেট অনেকটা শুকনো থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকেই বল ঘুরতে শুরু করবে। ইংল্যান্ডকে হারাতে হলে স্পিন আক্রমণেই ভরসা রাখতে হবে কোহলিদের। রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব আর ওয়াশিংটন সুন্দর- তিন স্পিনারকে রেখেই যাবতীয় কৌশল সাজাক ভারতীয় টিম ম্যানেজমেন্ট। জসপ্রীত বুমরা ফেরায় ভারতীয় দলের বোলিং বিভাগ অনেকটা শক্তিশালী হয়েছে। বুমরার সঙ্গে ইশান্ত নয়, মহম্মদ সিরাজকেই খেলাক ভারত।
রোহিত শর্মা আর শুভমন গিলই ওপেন করবে। তিনে আসবে চেতেশ্বর পূজারা। চারে কোহলি, পাঁচে রাহানে আর ছয়ে ঋষভ পন্থ। ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে দেশের সেরা উইকেটকিপার। তবে ঋষভ পন্থ অস্ট্রেলিয়া সফরে যা পারফর্ম করেছে, তাতে ওই এখন কোহলির দলের অন্যতম হাতিয়ার। পন্থের জন্য ডনের দেশে একটা টেস্ট ড্র আর একটা টেস্টে জিততে পেরেছে ভারত। আগের চেয়ে পন্থ এখন অনেক পরিণত। ও থাকলে বিপক্ষ ভয়েও থাকবে। এই ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। এটাই এগিয়ে রাখছে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন:অস্ট্রেলিয়ান ওপেনের আগে নাদালকে নিয়ে চিন্তা
তবে ভারতের ঘুম কাড়তে পারে একজনই, জো রুট। শ্রীলঙ্কা সফরে দ্বিশতরান করে এসেছে। যদিও ভারতের বোলিং আক্রমণ শ্রীলঙ্কার চেয়ে অনেক শক্তিশালী। তাও বলব, জো রুট এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।ব্যাটিং গড় সেই কারণে প্রায় ৫০। চিপকে নিজের টেস্ট কেরিয়ারের শততম ম্যাচ খেলতে নামবে রুট। ক্রিকেট সমর্থক হিসেবে রুটকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের যে কোনও উইকেটে রুট ভয়ঙ্কর। তাই ওকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে হবে ভারতকে। কারণ ও উইকেটে দাঁড়িয়ে গেলে বিপদ। স্পিন এবং পেস দুটোই খুব ভালো খেলে রুট। ওদের টিমে বাটলার, বেন স্টোকস, জোফ্রা আর্চারের মতো ক্রিকেটারও রয়েছে। এই ইংল্যান্ড পাল্টা আক্রমণ করতে জানে