পূজারার উইকেট লক্ষ্য করছে রুটের টিম

বিরাট কোহলি, রোহিত শর্মারা আছেনই। তবে ভারতকে ধাক্কা দেওয়ার জন্য শুরুতেই পূজারার উইকেটটাই চাইছে ইংল্যান্ড। ইয়র্কশায়ারে খেলার সময় পূজারাকে পেয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। একবার উইকেটে জমে গেলে ভারতীয় ব্যাটসম্যানকে যে ফেরানো কতটা কঠিন, খুব ভালো করেই জানেন।

পূজারার উইকেট লক্ষ্য করছে রুটের টিম
পূজারার উইকেট লক্ষ্য করছে রুটের টিম। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 7:25 PM

চেন্নাই: ভারতে সাফল্য পেতে চেতেশ্বর পূজারাকেই মডেল করতে চাইছে ইংল্যান্ড। বিপক্ষ যতই ভয়ঙ্কর হোক, পিচ কিংবা পরিবেশ যতই বিরুদ্ধে যাক, লম্বা সময় ক্রিজে কাটানোর চেষ্টা করেন পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেন ঠিক এটাই করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান। ১১টা বাউন্সার গায়ে লাগা সত্ত্বেও ক্রিজ থেকে নড়ানো যায়নি তাঁকে। ধৈর্যশীল পূজারাকে সামনে রেখেই চিপকে নামতে চাইছে ইংল্যান্ড টিম।

শুক্রবার, কাল থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। তার আগের দিন ক্যাপ্টেন জো রুট বলেই দিচ্ছেন, ‘আমরা যখন ব্যাট করতে যাব, পূজারার মতো মানসিক দৃঢ়তা দেখাতে হবে। আর দীর্ঘ সময় ক্রিজে কাটানোর চেষ্টা করতে হবে। যাতে আমরা ধৈর্য দেখাতে পারি।’

বিরাট কোহলি, রোহিত শর্মারা আছেনই। তবে ভারতকে ধাক্কা দেওয়ার জন্য শুরুতেই পূজারার উইকেটটাই চাইছে ইংল্যান্ড। ইয়র্কশায়ারে খেলার সময় পূজারাকে পেয়েছেন ইংল্যান্ডের ক্যাপ্টেন জো রুট। একবার উইকেটে জমে গেলে ভারতীয় ব্যাটসম্যানকে যে ফেরানো কতটা কঠিন, খুব ভালো করেই জানেন।

আরও পড়ুন:ঋদ্ধি নন, চিপকে বিরাটের পছন্দ ঋষভই

সেই ভাবনা থেকেই রুট বলছেন, ‘ইয়র্কশায়ারে খেলার সময় পূজারার সঙ্গে ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে। ও ব্যাটিং করতে ভালোবাসে। একবার উইকেটে দাঁড়িয়ে গেলে বড় রান ঠিক করবেই। খুব ভালো করেই আমরা জানি, ভারতীয় টিমের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ। ওর উইকেটটা আমাদের কাছে মূল্যবান হবে।’

আরও পড়ুন:কৃষক আন্দোলন এ বার বিরাটদের ড্রেসিংরুমেও

এশিয়ান টিমগুলোর বিরুদ্ধে রান পেতে সুইপ শট ব্যবহার করতেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন গ্রাহাম গুচ। তাঁরই ছায়া রুটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘূর্ণী পিচে একটা ডাবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি করেছেন তিনি। রুটের ব্যাখ্যা, ‘ছেলেবেলায় আমি খুব ছোটখাটো ছিলাম। শারীরিক বৃদ্ধি পেতে সময় লেগেছিল। যে কারণে স্পিনারদের বিরুদ্ধে রান করার আলাদা করে খাটতে হত। সুইপ শট খেলা তখন থেকেই শুরু করি।

অশ্বিনকে নিয়ে কী ভাবছেন? ‘আমি ওর বিরুদ্ধে বাড়তি আগ্রাসী হতে চাইছি না, আমার বেশি গুটিয়েও থাকতে চাইছি না। ওর বিরুদ্ধে এর আগেও খেলেছি। রানও করেছি। যদি ক্রিজে বেশি সময় থাকতে পারি, ঠিক রান করব।’