ঋদ্ধি নন, চিপকে বিরাটের পছন্দ ঋষভই

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্টে খেলেছিলেন ঋদ্ধি। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসে চরম ব্যর্থ হয়েছিলেন তিনি। যার পর আর বাকি তিন টেস্টে টিমে জায়গা হয়নি। তাঁর বদলি হিসেবে নেমে পন্থ ছাপিয়ে গিয়েছিলেন নিজেকে

ঋদ্ধি নন, চিপকে বিরাটের পছন্দ ঋষভই
চিপকে বিরাটের পছন্দ ঋষভই। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 6:20 PM

চেন্নাই: আপাতত ভারতীয় টিমে ফেরা হচ্ছে না ঋদ্ধিমান সাহার। অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত পারফর্ম করা ঋষভ পন্থই খেলবেন চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে।

শুক্রবার চেন্নাইয়ে শুরু হোম সিরিজের প্রথম টেস্ট। তার আগে, বৃহস্পতিবার প্রেস মিটে এসে ক্য়াপ্টেন বিরাট কোহলি বলে দিয়েছেন, ‘পন্থই প্রথম টেস্টে খেলছে। ও দারুণ ফর্মে আছে। শুধু তাই নয়, নিজের খেলা নিয়ে অনেক পরিশ্রমও করছে।’ অস্ট্রেলিয়া সফরে পন্থ ৮৯ নট আউট করে গাব্বা টেস্ট জিতিয়েছিলেন। শুধু তাই নয়, সিডনিতেও ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। পন্থের প্রশংসাও করেছেন বিরাট। তাঁর কথায়, ‘অস্ট্রেলিয়ায় ও যা পারফর্ম করেছে, তাতে পন্থকে সুযোগ দেওয়ার যথেষ্ট কারণ আছে। আশা করি ওই ধারাটা বজায় রাখবে।’

অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে প্রথম টেস্টে খেলেছিলেন ঋদ্ধি। কিন্তু ব্যাট হাতে দুই ইনিংসে চরম ব্যর্থ হয়েছিলেন তিনি। যার পর আর বাকি তিন টেস্টে টিমে জায়গা হয়নি। তাঁর বদলি হিসেবে নেমে পন্থ ছাপিয়ে গিয়েছিলেন নিজেকে।

আরও পড়ুন:রোটেশন পদ্ধতি রুটদের ডোবাতে পারে ভারতে :গাওয়ার

একটা প্রশ্ন অবশ্য থাকছে, চিপকের উইকেট স্পিনার স্বর্গরাজ্য। বল যেমন ঘুরবে, তেমনই টার্নও করবে। অস্ট্রেলিয়া টেস্টে ব্যাট হাতে দারুণ সফল হলেও পন্থ কিন্তু ক্যাচও ফেলেছেন বেশ কিছু। সিডনি ও ব্রিসবেনে দুটো চমত্‍কার ইনিংস খেলায় সেই ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছিল। চিপকে কিন্তু কিপার পন্থের দিকে নজর থাকবে বিশেষজ্ঞমহলের।