রোটেশন পদ্ধতি রুটদের ডোবাতে পারে ভারতে :গাওয়ার

চিপকে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন জোস বাটলার। সীমিত ওভারের ক্রিকেট শুরুর সময় ফের ভারতে ফিরবেন তিনি

রোটেশন পদ্ধতি রুটদের ডোবাতে পারে ভারতে :গাওয়ার
রোটেশন পলিসি নিয়ে বিরক্ত গাওয়ার। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 5:22 PM

লন্ডন:চিপকে টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ক্রিকেট দলের স্ট্র্যাটেজি দেখে বিরক্ত ডেভিড গাওয়ার। ভারতের মাটিতে ইংল্যান্ডের সিরিজ জয় নিয়ে মোটেই আশাবাদী নন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তার কারণ ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের প্লেয়ার রোটেশন পলিসি। তার ফলে ভারত সফরে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাওয়া যাবে না। ইংল্যান্ডের এই স্ট্র্যাটেজিকে মোটেই ভালোভাবে দেখছেন না ডেভিড গাওয়ার।

কোভিড পরিস্থিতির জন্য এখন যে কোনও সিরিজ চলাকালীন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হয় ক্রিকেটারদের। সেই জন্য প্লেয়ার রোটেশন পলিসি তৈরি করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। যাতে মানসিকভাবে ক্রিকেটাররা তরতাজা থাকেন। চিপকে প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন জোস বাটলার। সীমিত ওভারের ক্রিকেট শুরুর সময় ফের ভারতে ফিরবেন তিনি। তৃতীয় টেস্টের আগে জনি বেয়ারস্টো, সাম ক্যুরান এবং মার্ক উডকে পাবে না ইংল্যান্ড ক্রিকেট দল।

আরও পড়ুন:অ্যানফিল্ডে হেরে আরও পিছোল লিভারপুল

ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। ভারতকে এই সিরিজে হারালে তবেই লর্ডসের ফাইনাল খেলতে পারবে ইংল্যান্ড। প্লেয়ার রোটেশন পলিসির জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারবে ইংল্যান্ড দল। এই স্ট্র্যাটেজিকে একহাত নিয়ে ডেভিড গাওয়ার বলেন, ‘ আমি অবশ্যই চাইব ইংল্যান্ড সিরিজ জিতুক। বাটলার প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরে যাবেন। টিম ম্যানেজমেন্টের উচিত, এই সিরিজে সেরা একাদশকে মাঠে নামানো।’

আরও পড়ুন:ভারতে টেস্ট অভিষেক হচ্ছে বুমরার

ইংল্যান্ড দলের এই রোটেশন পলিসি দেখে তাই কিছুটা বিরক্তই হচ্ছেন ডেভিড গাওয়ার। এদিকে শুক্রবার শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন জো রুট।