অ্যানফিল্ডে হেরে আরও পিছোল লিভারপুল

২০১২ সালের পর ঘরের মাঠে টানা দুটো ম্যাচে পরাস্ত হল লিভারপুল। সে বার আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে পরপর হেরেছিল রেডসরা।

অ্যানফিল্ডে হেরে আরও পিছোল লিভারপুল
অ্যানফিল্ডে ফের হার লিভারপুলের। ছবি-টুইটার।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 1:51 PM

অ্যানফিল্ড : প্রিমিয়ার লিগে ফের ধাক্কা খেল লিভারপুল। এবার ব্রাইটনের কাছে হারল ক্লপের দল। গতবারের চ্যাম্পিয়নদের ১-০ গোলে হারাল ব্রাইটন। ম্যাচের ৫৬ মিনিটে ব্রাইটনের হয়ে জয়সূচক গোলটি করেন স্টিফেন আলজাতে। চলতি প্রিমিয়ার লিগে ইতিমধ্যে চারটি ম্যাচে হারের মুখ দেখল লিভারপুল।

অসুস্থতার জন্য ব্রাইটনের বিরুদ্ধে খেলতে পারেননি লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার। সালাহ-ফিরমিনো-শাকিরিকে সামনে রেখেই দল সাজিয়েছিলেন জুর্গেন ক্লপ। ম্যাচে কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে ব্যর্থ হন লিভারপুলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে স্টিফেন আলজাতের গোলেই ঘরের মাঠে পরাস্ত হয় ক্লপের দল। বার্নলের পর এবার ব্রাইটনের বিরুদ্ধেও অ্যানফিল্ডে হারল লিভারপুল। ২০১২ সালের পর ঘরের মাঠে টানা দুটো ম্যাচে পরাস্ত হল লিভারপুল। সে বার আর্সেনাল এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে পরপর হেরেছিল রেডসরা।

ম্যাচ হারের পর লিভারপুলের ফুটবলার রবার্টসন বলেন, ‘এই মুহূর্তে আমরা খেতাবি দৌড়ে নেই। লিগের শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে আমরা ৭ পয়েন্ট পিছনে। ওদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আমাদের কোনও উপায় নেই।’

আরও পড়ুন:চোটে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক

রবিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে খেলতে নামবে লিভারপুল। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে ক্লপের দল। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ম্যাঞ্চেস্টার সিটি।