চোটে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক

২৩ বছরের ওপেনার ক্রলে ইংল্যান্ড টিমের নতুন মুখ হলেও বেশ সাফল্য পেয়েছেন। ১০টা টেস্ট খেলে ৬১৬ রান করে ফেলেছেন ইতিমধ্যে

চোটে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক
চোটে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক।ছবি-ইসিবি
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 1:52 PM

চেন্নাই: সিরিজ শুরুর আগেই ধাক্কা ইংল্যান্ড শিবিরে। কবজির চোটে ভারতের বিরুদ্ধে প্রথম দুটো টেস্ট থেকে ছিটকে ছিটকে গেলেন ওপেনার জ্যাক ক্রলে।

বুধবরাই জন্মদিন ছিল ক্রলের। তাঁর ছিটকে যাওয়া কিছুটা হলেও দুর্ভাগ্যের। গতকাল চিপকের ড্রেসিংরুমে পা পিছলে পড়ে যান। তখনই চোট পান কবজিতে। স্ক্যান রিপোর্টে দেখা যায়, তাঁর কবজির হাড়ে চিড় ধরেছে। ইংল্যান্ড বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, ‘গতকাল রাতে ক্রলের কবজির স্ক্যান যে রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে ফ্র্যাকচার ধরা পড়েছে। এই কারণে সফরের প্রথম দুটো টেস্টে ওকে পাওয়া যাবে না।’

২৩ বছরের ওপেনার ক্রলে ইংল্যান্ড টিমের নতুন মুখ হলেও বেশ সাফল্য পেয়েছেন। ১০টা টেস্ট খেলে ৬১৬ রান করে ফেলেছেন ইতিমধ্যে। যার মধ্যে রয়েছে একটা সেঞ্চুরি ও তিনটে হাফ সেঞ্চুরি। তবে শ্রীলঙ্কা সফরে দুটো টেস্টের চারটে ইনিংসে তেমন রান পাননি। তা না হলেও এই তরুণ ওপেনারের উপর আস্থা রেখেছিল ইসিবি। ক্রলের কাছেও প্রথম ভারত সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট কোহলির টিমের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার তাগিদও ছিল তাঁর মধ্যে। বৃহস্পতিবার সকালে ইসিবি বিবৃতিতে বলা হয়েছে, ‘ডান কবজির হাড়ে চিড় ধরেছে। মেডিক্যাল টিম আপাতত ওর দিকে নজর রেখেছে। আশা করি আগামী চার সপ্তাহে ও ফিট হয়ে উঠবে।’

আরও পড়ুন:টি-টেনেও গেইল বিস্ফোরণ চলছে

সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে কঠিন টেস্ট সিরিজে পা দেওয়ার আগেই বেশ চাপে পড়ে গিয়েছেন জো রুটরা।