ভারতে টেস্ট অভিষেক হচ্ছে বুমরার

২০১৮ সালের ৫ জানুয়ারি টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। ওই ম্যাচ থেকে এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৭টা টেস্ট খেলে ফেলেছেন ভারতীয় পেসার। এই দু'বছরে ৭৯টা উইকেটও তুলেছেন টেস্ট ক্রিকেট থেকে। কিন্তু ভারতের মাটিতে কখনও টেস্ট খেলা হয়নি তাঁর।

ভারতে টেস্ট অভিষেক হচ্ছে বুমরার
ভারতে টেস্ট অভিষেক হচ্ছে বুমরার। ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 2:42 PM

চেন্নাই: চিপকে কি কোনও ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হতে পারে? বিরাট কোহলির টিমে চোখ বুলিয়েও নতুন নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরোনো কেউ যদি হন? অবাক হচ্ছেন তো? আশ্চর্য হলেও এটাই সত্যি, দেশের মাঠে প্রথম টেস্ট খেলতে নামছেন জশপ্রীত বুমরা।

আরও পড়ুন:চোটে ছিটকে গেলেন ইংল্যান্ড ওপেনার জ্যাক

২০১৮ সালের ৫ জানুয়ারি টেস্ট অভিষেক হয়েছিল বুমরার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে। ওই ম্যাচ থেকে এখনও পর্যন্ত সব মিলিয়ে ১৭টা টেস্ট খেলে ফেলেছেন ভারতীয় পেসার। এই দু’বছরে ৭৯টা উইকেটও তুলেছেন টেস্ট ক্রিকেট থেকে। কিন্তু ভারতের মাটিতে কখনও টেস্ট খেলা হয়নি তাঁর। ৫ ফেব্রুয়ারি চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচ বুমরার। চিপক বরাবরের মতো স্পিনারদের স্বর্গরাজ্য হতে চলেছে। রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে কুলদীপ যাদবকে খেলানো হতে পারে। তিন স্পিনার থাকলেও ইংল্যান্ড টিম কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছে বুমরাকে নিয়ে। দেশের মাঠে কখনও টেস্ট না খেললেও তিনি ওয়ান বা টি-টোয়েন্টির অত্যন্ত সফল বোলার। বিদেশের মাঠেও টেস্ট খুব সফল। যে কারণে বিপক্ষ টিমের পরিকল্পনার মধ্যে ঢুকে পড়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ বিরাটের টিমের কাছেও খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে ভারতকে ২-০ বা ২-১ জিততেই হবে সিরিজটা। আর তাই নতুন বলে ভারতের সেরা অস্ত্র বুমরাই। শুরুতেই ইংল্যান্ডকে ধাক্কা দেওয়ার কাজটা করতে হবে তাঁকে। বাকিটা সারবেন অশ্বিনরা।

আরও পড়ুন:অ্যানফিল্ডে হেরে আরও পিছোল লিভারপুল

চেন্নাইয়ের প্রথম টেস্ট ইংল্যান্ড ক্যাপ্টেন জো রুটের ১০০তম টেস্ট। আর সেই টেস্টই কিনা দেশের মাঠে বুমরার প্রথম!