কৃষক আন্দোলন এ বার বিরাটদের ড্রেসিংরুমেও

বৃহস্পতিবার প্রেস মিটে এসে বিরাট বলেওছেন, 'পুরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রত্যেকে এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছে।'

কৃষক আন্দোলন এ বার বিরাটদের ড্রেসিংরুমেও
কৃষক আন্দোলন এ বার বিরাটদের ড্রেসিংরুমেও।ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 6:50 PM

চেন্নাই: দেশ জুড়ে চলছে কৃষক আন্দোলন। তা এ বার ঢুকে পড়ল বিরাট কোহলির টিমেও। কাল, শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রতি ম্যাচের আগের দিন নিয়মমাফিক বিপক্ষকে নিয়ে আলোচনায় বসে ভারতীয় টিম। এ দিনও তাই বলেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ইংল্যান্ড যেমন ছিল, আলোচনায় তেমনই উঠে আসে কৃষক আন্দোলনও। আর এই স্পর্শকাতর বিষয় নিয়ে মতামত রেখেছেন সকলেই।

বৃহস্পতিবার প্রেস মিটে এসে বিরাট বলেওছেন, ‘পুরো ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রত্যেকে এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছে।’

আরও পড়ুন:ঋদ্ধি নন, চিপকে বিরাটের পছন্দ ঋষভই

নিজেদের দাবি নিয়ে বেশ কিছুদিন হল আন্দোলনে নেমেছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের চাষীরা। কৃষকদের পাশে দাঁড়িয়ে গতকালই টুইট করেছিলেন ভারতের ক্যাপ্টেন। বিরাট লিখেছিলেন, ‘এই কঠিন সময়ে আমাদের প্রত্যেককে পাশে থাকতে হবে। কৃষকরা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমি নিশ্চিত, কোনও না কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবেই। শান্তিতে আবার একসঙ্গে এগিয়ে যেতে পারব।’