AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ছিঃ, শেষে ২০ বছরের ছোট মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা’! রণবীরকে ঘিরে আলোড়ন

রণবীর সিংয়ের আগামী সিনেমা নিয়ে বলিপাড়ায় চলছে তুমুল বিতর্ক। পরিচালক আদিত্য ধরের নতুন বিগবাজেট ছবিতে রণবীরের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে মাত্র ১৯ বছর বয়সী সারা অর্জুনকে। এই খবরে ক্ষুব্ধ রণবীরের ভক্তরা। তাঁদের বক্তব্য, রণবীরের মতো প্রতিভাবান অভিনেতা কেন এমন সিদ্ধান্ত নেবেন?

‘ছিঃ, শেষে ২০ বছরের ছোট মেয়ের সঙ্গে ঘনিষ্ঠতা’! রণবীরকে ঘিরে আলোড়ন
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 2:48 PM
Share

রণবীর সিংয়ের আগামী সিনেমা নিয়ে বলিপাড়ায় চলছে তুমুল বিতর্ক। পরিচালক আদিত্য ধরের নতুন বিগবাজেট ছবিতে রণবীরের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে মাত্র ১৯ বছর বয়সী সারা অর্জুনকে। এই খবরে ক্ষুব্ধ রণবীরের ভক্তরা। তাঁদের বক্তব্য, রণবীরের মতো প্রতিভাবান অভিনেতা কেন এমন সিদ্ধান্ত নেবেন?

বিতর্কের কেন্দ্রবিন্দু

রণবীর সিং ৩৯, আর তাঁর বিপরীতে নায়িকা সারা অর্জুনের বয়স মাত্র ১৯। বয়সের এই ২০ বছরের ব্যবধান নিয়েই উঠেছে প্রশ্ন। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনাকে আমরা অন্যরকম ভাবতাম। এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। আপনাকে কাছাকাছি বয়সী নায়িকাদের সঙ্গে কাজ করতে দেখতে চাই। এই ভুল করবেন না!”

সারা অর্জুন কে?

সারা অর্জুন শিশু শিল্পী হিসেবে দক্ষিণী সিনেমায় পরিচিত মুখ। ঐশ্বর্যা রাই অভিনীত ‘পোন্নিয়ি সেলভান’ ছবিতে ঐশ্বর্যার শৈশবের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। এবার আদিত্য ধরের ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে পা রাখতে চলেছেন সারা।

ভক্তদের ক্ষোভ ও পাল্টা যুক্তি

অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এত কম বয়সী অভিনেত্রীর সঙ্গে রণবীরকে রোম্যান্স করতে দেখা যাবে? তবে অন্য একাংশের মত, বয়সের ব্যবধান নতুন কিছু নয়। উদাহরণ হিসেবে তাঁরা টেনে এনেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের জুটিকে। দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এ শাহরুখের সঙ্গে তাঁর বয়সের ফারাকও ছিল প্রায় ২০ বছর।

নির্মাতাদের অবস্থান

ছবিটির অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, এবং অর্জুন রামপাল। তবে এখনও পর্যন্ত নির্মাতারা এই বিষয় নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেননি।

বলিউডের পুরনো বিতর্ক বয়সের ব্যবধান নিয়ে বলিউডে বিতর্ক নতুন নয়। সোনম কাপুর ও সলমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’ মুক্তির সময়ও অনিল কাপুরের মেয়ে ও সলমানের রোম্যান্স নিয়ে সমালোচনা হয়েছিল। এখন প্রশ্ন হল, রণবীর ও সারার এই জুটি কি সমালোচনার জবাব দিতে পারবে? নাকি ভক্তদের চাপের মুখে পরিবর্তন আসবে ছবির কাস্টিংয়ে? সমস্ত কিছুর উত্তর দেবে সময়।