সঞ্জয়লীলা ভনসালির ছবিতে আল্লু অর্জুন! রণবীর-আলিয়ার সঙ্গে হাত মেলাচ্ছেন নায়ক?

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে'পুষ্পা২'। তার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন। ছবি মুক্তির পর থেকেই নায়ককে নিয়ে শুরু হয়েছে আলো। একদিকে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখেছে।

সঞ্জয়লীলা ভনসালির ছবিতে আল্লু অর্জুন! রণবীর-আলিয়ার সঙ্গে হাত মেলাচ্ছেন নায়ক?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 11, 2025 | 2:38 PM

গত ডিসেম্বরে মুক্তি পেয়েছে’পুষ্পা২’। তার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণী নায়ক আল্লু অর্জুন। ছবি মুক্তির পর থেকেই নায়ককে নিয়ে শুরু হয়েছে আলো। একদিকে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’ দুর্দান্ত সাফল্যের ধারা বজায় রেখেছে। অন্যদিকে এই ছবির প্রিমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা এবং আইনি জটিলতা আরও বেশি করে আলোচনায় নিয়ে এসেছে নায়কের নাম। এরই মধ্যে শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা ভনসালির নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ -এ দেখা যাবে আল্লু অর্জুনকে। যদিও ছবিতে তাঁর চরিত্রটি ছোট, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ভনসালির মুম্বইয়ের জুহুর বাড়িতে গিয়েছিলেন আল্লু অর্জুন। ভনশালির এই ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং এবং ভিকি কৌশল। অন্যদিকে, আলিয়া ভাটকে দেখা যাবে একটি ক্যাবারে ড্যান্সারের চরিত্রে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত চলবে ছবির শুটিং। রণবীর, ভিকি, এবং আলিয়া সবাই প্রায় ২০০ দিনের শুটিং সম্পন্ন করবেন।

মাঝে আল্লু অর্জুনের জন্য পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছিল। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক ৩৫ বছর বয়সী নারী এবং গুরুতর আহত হন তাঁর ৯ বছর বয়সী সন্তান। এই ঘটনায় আইনি ঝামেলায় পড়েন আল্লু অর্জুন। নিম্ন আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তবে পরে তেলঙ্গানা হাইকোর্ট থেকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। জামিন পাওয়ার পর তিনি হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে আহত বালককে দেখতে যান।