সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Dec 10, 2020 | 5:42 PM
১৯৮২ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন পাওলো রোসি (Paolo Rossi)।
পাওলো রোসি তাঁর ক্লাব কেরিয়ারে ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল করেছেন।
১৯৮২ বিশ্বকাপে সোনার বুট ও সোনার বল জেতেন পাওলো রোসি।
১৯৮২ বিশ্বকাপে নকআউট পর্বেই ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কিংবদন্তি এই স্ট্রাইকার।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি ১৯৮২ সালে ব্যালন ডি অরও জেতেন পাওলো রোসি। (ছবি-টুইটার)